সৌম্য সরকার ও মুশফিকুর রহিমকে হারিয়ে দল পড়েছিল চাপে। তামিম ইকবাল, সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুন সাজঘরে ফিরেছেন বলতে গেলে ‘খালি হাতে’ই। মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত শুরুতে খাপ খাওয়াতে পারছিলেন না।
ম্যাচের মেজাজ বুঝতে দেরি হওয়ায় টাইগার ভক্তদের মনে তখন শঙ্কা ও ভয়। আবারো কি তীরে এসে তরি ডুবি? ২৪ ওভারে ২১০ রানের বড় লক্ষ্যে ছোটা বাংলাদেশের জয় কি হাতছাড়া হয়ে যাবে?
না, হাতছাড়া হয়নি। আর যার ব্যাটিং তাণ্ডবে সপ্তমবারের চেষ্টায় ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়নি বাংলাদেশকে, সেই মোসাদ্দেক গড়েছেন একদিনের ক্রিকেটে দেশের দ্রুততম ফিফটির রেকর্ড।
২টি চার ও ৫টি ছক্কায় ২৪ বলে ৫২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়া মোসাদ্দেক এদিন অর্ধ-শতক পূর্ণ করেন মাত্র ২০ বলে। একদিনের ক্রিকেটে এটিই টাইগারদের দ্রুততম ফিফটির রেকর্ড। এই রেকর্ড গড়ার মধ্য দিয়ে মোসাদ্দেক পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাককে।
দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড এতদিন ছিল আশরাফুল ও রাজ্জাকের। দুজনে পৃথক ম্যাচে ফিফটি তুলে নিয়েছিলেন মাত্র ২১ বলের মোকাবেলায়। দ্রুততম ফিফটির ক্ষেত্রে বর্তমান সেরা পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যানের তালিকায় নাম আছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। ‘নড়াইল এক্সপ্রেস’ অর্ধ-শতক তুলেছিলেন মাত্র ২৬ বল খেলে। ২৭ বলে ফিফটি করা সৌম্য সরকার শুক্রবারের (১৭ মে) ম্যাচেই বনে যান চতুর্থ দ্রুততম অর্ধ-শতক হাঁকানো বাংলাদেশি ব্যাটসম্যান, মোসাদ্দেক যাকে ম্যাচ জেতার সময় ঠেলে দিয়েছেন পাঁচে।
একনজরে বাংলাদেশের দ্রুততম ফিফটি-
মোসাদ্দেক হোসেন সৈকত, ২০ বলের মোকাবেলায়
মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক, ২১ বলের মোকাবেলায়
মাশরাফি বিন মুর্তজা, ২৬ বলের মোকাবেলায়
সৌম্য সরকার, ২৭ বলের মোকাবেলায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন