আর মাত্র কয়েকটা দিন ৩০ মে শুরু হবে ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেটের সবথেকে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ। এদিকে মুল পর্ব শুরু হওয়ার আগে ১০ দল নিয়ে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ। যেখানে প্রস্তুতি ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
কার্ডিফে আগামী ২৬মে মাশরাফীর দলের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। একই মাঠে ২৮মে বাংলাদেশ প্রস্তুতিতে নামবে কোহলির ভারতে বিপক্ষে। এ ম্যাচটিও শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে।
বাংলাদেশ ও ভারত ম্যাচটি লাইভ দেখাবে স্টার স্পোর্টস চ্যানেলে।২০০৫ সালে এই কার্ডিফেই অস্ট্রেলিয়াকে হারানোর মধুরস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা চিনেছিল টাইগাররা।
উল্লেখ্য, বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২ জুন, ওভালে সাউথ আফ্রিকা বিপক্ষে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন