সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। ডা. দুলাল সিলেট সদর উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফিকে নিয়ে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডা. দুলাল।
একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বৃহস্পতিবার নড়াইল আধুনিক সদর হাসপাতালে পরিদর্শন করেন মাশরাফি। তিনি হাসপাতালে কর্মরত চার চিকিৎসককে না পেয়ে ক্ষুব্দ হন।
ফোনে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিত থাকার কারণ জানতে চান মাশরাফি। তখন তিনি ফোনে ‘ফাজলামি পেয়েছেন’ শব্দদ্বয় ব্যবহার করেছিলেন। এ নিয়ে চিকিৎসকরা মাশরাফির ওপর ক্ষেপে যান। মাশরাফিকে নিয়ে যা-তা মন্তব্য করেন কতিপয় চিকিৎসক। তবে নড়াইলসহ সারা বাংলাদেশেই চিকিৎসকদের ওপর ক্ষুব্দ মানুষদের প্রশংসা পান মাশরাফি।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলালের মন্তব্য জানতে চায় ডয়চে ভেলে।
ডা. দুলাল তখন বলেন, ‘সংসদ সদস্য হিসেবে মাশরাফি বিন মতুর্জার হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ঠিক আছে। তবে এর মাঝখানে কিছু বিষয় আছে। প্রধান বিষয় হলো তার ভাষা। তিনি বোধহয় নতুন সংসদ সদস্য হিসেবে ভাষাটা রপ্ত করে ওঠতে পারেন নি।’
তিনি আরও বলেন, ‘‘সরকারি চাকরিজীবী হিসেবে চিকিৎকের যা হবার তা হবে। সরকার ব্যবস্থা নেবে। কিন্তু মাশরাফি তাকে বলতে পারেন না যে, আমি আপনাকে কী করতে পারি। এটা প্রকারান্তরে হুমকি। তিনি চিকিৎসককে কী করতে পারেন? এছাড়া তিনি ‘ফাজলামি’ শব্দটা ব্যবহার করেছেন। একজন সংসদ সদস্যের মুখে ‘ফাজলামি’ শব্দটা মানায় না। এটাও এক ধরনের ফাজলামি।’’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন