আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের আগে আয়ারল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে ঠিক কবে নাগাদ সিরিজটি শুরু হবে তার দিনক্ষণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।বাংলাদেশের সাথে ত্রিদেশীয়A সিরিজে অংশ নিবে উইন্ডিজও।বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রতিযোগিতার আরেক দল উইন্ডিজ।
আসল লক্ষ্য বিশ্বকাপ এবং সে বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। তবু টাইগারদের প্রাথমিক গন্তব্য আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। কারণ সেখানে স্বাগতিকদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ মিলে খেলবে ত্রিদেশীয় সিরিজ। যেটি শুরু হবে আগামী ৫ মে থেকে।
আগামীকাল (বুধবার) ১ মে সকাল সাড়ে ১০টায় ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলার জন্য ডাবলিনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। মাশরাফি-সাকিবদের বহন করবে এমিরেটসের ঢাকা-দুবাই ফ্লাইট। দুবাইতে নেয়া হবে দুই ঘণ্টার যাত্রাবিরতি। সেখান থেকে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবে টাইগাররা।
আজ (মঙ্গলবার) সকালে জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে থাকা সবাই এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্ট একসঙ্গেই উড়াল দেবে বুধবার সকালে।
ডাবলিনে পৌঁছে শুক্র ও শনিবার নিজেদের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল। পরে ৫ মে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তবে সে ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বসে থাকবে না টাইগাররাও।
ত্রিদেশীয় সিরিজ শুরুর দিনে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্লন্টার্ফে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজের মিশন।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহিড
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি এবং ইয়াসির আলি ও নাইম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন