শিরোনাম

প্রচ্ছদ /   ৭মে বাংলাদেশ বনাম উইন্ডিজ দুই দলের চূড়ান্ত একাদশ দেখেনিন

৭মে বাংলাদেশ বনাম উইন্ডিজ দুই দলের চূড়ান্ত একাদশ দেখেনিন

Avatar

সোমবার, এপ্রিল ২৯, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিক আয়ারল্যান্ড সহ এই সিরিজের তৃতীয় দল হিসেবে অংশগ্রহণ করবে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই এই সিরিজ কে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে প্রতিটি দল।

আগামী ৫ মে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। বাংলাদেশে প্রথম মাঠে নামবে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজের প্রতিটি ম্যাচে দেখা যাবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভিতে।

এছাড়াও সরকারি টিভি চ্যানেলে বিটিভিতে ও দেখা যাবে এই সিরিজের এ খেলা। তাছাড়াও বাংলাদেশের ক্রিকেটভক্তরা সনি সিক্স এবং সনি সিক্স এইচডি মাধ্যমে দেখতে পারবেন ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ। (সূত্র : cricketzine)।

ত্রিদেশীয় সিরিজের সূচি

৫ই মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব

৭ই মে, উইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব

৯ই মে, আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১১ই মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১৩ই মে, উইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১৫ই মে, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব

১৭ই মে, ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি এবং ইয়াসির আলি ও নাইম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

ত্রিদেশীয় সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার, জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেয়মন্ড রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রস্টোন চেজ, শেন ডাওরিচ এবং জোনাথন কার্টার।

ত্রিদেশীয় সিরিজের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড : উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র‍্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরক্যান টাকার, গ্যারি উইলসন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন