আইপিএল শেষে ঢাকা আজ ফিরেছেন সাকিব আল হাসান। রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলতি আইপিএলে এবারো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি।
মৌসুমের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন একাদশে। জেতাতে পারতেন দলকেও। তার করা শেষ ওভারেই দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ শুভমান গিল। এরপর বেঞ্চে কাটালেন টানা ৮ ম্যাচ।
দলের দশম ম্যাচে সুযোগ পেলেন পুনরায়, পরিবর্তন এলো না ফলাফলে। তবু টিকে যান পরের ম্যাচের একাদশেও। কিন্তু যে লাউ সে কদু! এ ম্যাচে অবশ্য তার দায় নেই বললেই চলে। ভালো বোলিং করেন প্রথম তিন ওভারে। শেষ ওভারে যখন বল হাতে তুলে দেয়া হলো, বাকি তখন মাত্র ৪ রান। যা কিনা প্রথম বলেই নিয়ে নেন রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।
বলা হচ্ছিলো সাকিব আল হাসানের কথা। চলতি আইপিএলে যিনি এখনো পারেননি জয়ের মুখ দেখতে। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারের পর মাঝে ৮ ম্যাচে ৫টিতে জিতেছিল হায়দরাবাদ। সেসব ম্যাচে ছিলেন না সাকিব।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দশম ম্যাচ দিয়ে দলে ফেরেন সাকিব। সে ম্যাচে তিনি নিজে কিপটে বোলিং করলেও দল পায়নি জয়। আর শনিবার রাতে সাকিব ও তার হায়দরাবাদ সবশেষ হারলো রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে সাকিবের অবদান ১০ বলে ৯ রান এবং বল হাতে ৩.১ ওভারে ২৬ রানে ১ উইকেট।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৬০ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছিল হায়দরাবাদ। ঘরের মাঠে এ লক্ষ্য পেরিয়ে যেতে বেগ পেতে হয়নি রাজস্থানকে। সাঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোনদের ব্যাটে চড়ে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান যোগ করেন অজিঙ্কা রাহানে এবং লিভিংস্টোন। দশম ওভারে জুটি ভাঙেন রশিদ খান। লিভিংস্টোন ফেরেন ২৬ বলে ৪৪ রান করে। পরে ১২তম ওভারে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ বানিয়ে রাহানের (৩৪ বলে ৩৯) উইকেট তুলে নেন সাকিব।
তবু জয়ের জন্য কোনো চিন্তা করতে হয়নি রাজস্থানকে। তিন নম্বরে নেমে সাঞ্জু স্যামসন ৩২ বলে অপরাজিত ৪৮ এবং স্টিভেন স্মিথ ১৬ বলে ২২ রান করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে সাকিব যখন ব্যাটিংয়ে নামেন তখনো বাকি ছিলো পুরো ৫টি ওভার, হাতে ছিলো ৭টি উইকেট। দলের সংগ্রহ তখন ১২১। সে অবস্থা থেকে তার কাছে দলের চাহিদা ছিলো ঝড়ো ক্যামিও খেলে সংগ্রহটাকে বড় করে তোলার। কিন্তু সে কাজে পুরোপুরি ব্যর্থ হন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত আইপিএলে রানার্সআপ হয়েছিল সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এ আরে একাদশে সুযোগ পেতে রীতিমতো লড়াই করতে হয়েছে সাকিবকে। ২৪ মার্চ প্রথম ম্যাচ কলকাতার বিপক্ষে একাদশে সুযোগ পান এই অলরাউন্ডার।
কলকাতার বিপক্ষে ৩.৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। এরপর আবারো দল থেকে ছিটকে পড়েন তিনি। দীর্ঘ বিরতির পর ২৩ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামেন সাকিব।
ধোনিদের বিপক্ষে এই ম্যাচে ৪ ওভার বল করে ২৭ রান দিয়েছিলেন তিনি। তার আইপিএলের শেষ ম্যাচ ২৭ এপ্রিল রাজস্থানের বিপক্ষে একাদশে ছিলেন সাকিব। এই ম্যাচে ৩.১ ওভার বল করে ২৬ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তিনি।
তিন ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পান সাকিব। তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। আইপিএল শেষ করে দেশে ফিরেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন এই অলরাউন্ডার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন