আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প করছে টাইগাররা। আজ আকর্ষীকভাবে যোগ দিয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। যদিও বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের চূড়ান্ত দলে তো বটেই, স্টান্ডবাই তালিকাতেও নেই তাইজুলের নাম।
আজ সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে যাওয়া পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার ফরহাদ রেজা। এরপর যোগ দেন স্পিনার তাইজুল ইসলামও।
আজই প্রথমবারের মতো অনুশীলন ক্যাম্পে প্রায় সব খেলোয়াড় যোগ দিয়েছেন। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের মধ্যে আইপিএল খেলার জন্য ভারতে থাকা সাকিব আল হাসানই শুধুমাত্র ক্যাম্পে নেই। আয়ারল্যান্ড সিরিজের জন্য স্কোয়াডে থাকা ইয়াসির আলী রাব্বি এবং নাঈম হাসানও আজ থেকে অনুশীলন ক্যাম্পে হাজির হয়েছেন।
২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তাইজুল। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের ১ ডিসেম্বর ওয়ানডেতে তাইজুল ইতিহাসের প্রথম অভিষিক্ত ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। কিন্তু লাল-সবুজ জার্সি গায়ে তাইজুলের ৪ ওয়ানডের বেশি খেলাই হয়নি।
টেস্ট ক্রিকেটারের তকমা লেগে যাওয়া তাইজুল কি আয়ারল্যান্ড সফরের দলে যুক্ত হবেন? হওয়ার পর কি একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে নাটকীয়ভাবে ঢুকে যাবেন বিশ্বকাপের স্কোয়াডে? এসব প্রশ্নের উত্তর দেবে কেবলই সময়।
এবারে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফরহাদ রেজা। ১৬ ম্যাচে ১৬.৩৯ বোলিং গড়ে ৩৮ উইকেট নিয়েছিলেন ফরহাদ রেজা। এছাড়াও বিপিএলেও দুর্দান্ত ছেলে ছিলেন তিনি। বিপিএলে ১৪ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের ৮ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
ডিপিএল টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ২২৭.৬৫ স্ট্রাইক রেটে ১০৭ রান করেছিলেন ফরহাদ রেজা, হয়েছিলেন ৫ম সর্বোচ্চ রানের মালিক। আবার বল হাতে ৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে শহিদুল ইসলামের সঙ্গে ছিলেন শীর্ষে।
তবে আয়ারল্যান্ড সিরিজে দলের সাথে গেলেও যদি একাদশে সুযোগ পায় তাহলে বিশ্বকাপ স্কোয়াডে ও সুযোগ পেতে পারেন এই দুই ক্রিকেটার। তবে তাসকিন এবং তার হাতে দিয়ে যাকে নেয়া হচ্ছে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে। কন্ডিশন এর সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদেরকে দলের সাথে নেয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই শহরে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে পাঁচটি এবং বিশ্বকাপের প্রথম পর্বে নয়টি সহ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সময় যদি বাংলাদেশ জাতীয় দলের কোন ক্রিকেটার ইনজুরিতে পড়েন তাহলে বিশেষ বিবেচনায় থাকবেন এই দুই ক্রিকেটার। ইনজুরিতে কথা মাথায় রেখেই তাদেরকে নেয়া হচ্ছে ত্রিদেশীয় সিরিজে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন