জাতীয় দলে খুব বেশি ম্যাচ খেলা হয়নি নাজমুল হোসেনের। তবে যেটুকু সুযোগ পেয়েছিলেন বেশ দাপটের সাথেই খেলেছিলেন।
২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিলো এই পেসারের। এরপর কিছুদিন নিয়মিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলে। ওয়ানডে ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ফলে ভারতের বিপক্ষে ২০০৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো তার।
ইনজুরি থাকায় টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারেন নি তিনি। কিন্তু ওয়ানডেতে মোটামুটি নিয়মিত ছিলো এক সময়ের এই তারকা পেসার।
এরপর ২০১২ সালের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। কিন্তু খেলে যাচ্ছিলেন ঘরোয়া লীগে। লীগে ভালো খেলেও নির্বাচকদের মন জয় করতে পারছিলেন না তিনি। তাইতো ক্ষোভে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১৬ সালের শেষের দিকে।
এই অভিমান ভেঙ্গে আবারো মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু কোনো দলের হয়ে নয়। ফিরেছিলেন পরামর্শক হিসেবে।
অবশেষে আজ ৩১ বছর বয়সেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন জাতীয় দলের পেসার নাজমুল হোসেন। বিদায়ের আগে বাংলাদেশের জার্সি গায়ে ২টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ৪টি টি-২০ম্যাচ খেলেছেন এই পেসার।
নাজমুল হোসেনের ভাষায়, ‘ব্যবসা বাণিজ্যসহ অনেক কাজই করা যায় কিন্তু গত ২০ বছরে ক্রিকেট রক্তে মিশে গেছে। এটা থেকে নিজেকে সরানো খুব কঠিন। এটা খুব ভালো হবে যে আমি আমার অভিজ্ঞতাগুলো ছোট ভাইদের সাথে শেয়ার করবো।’
ক্রিকেটমাঠে তার পারফরম্যান্সঃ-
টেস্টঃ- ২ ম্যাচে ১৬ রানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
ওয়ানডেঃ-৩৮ ম্যাচে ৩৫ রানের পাশাপাশি বল হাতে ৪৪ উইকেট শিকার করেন তিনি।
প্রথম শ্রেনীঃ-৩৭ ম্যাচে ৪৪৫ রানের পাশাপাশি বল হাতে ৮০ উইকেট শিকার করেছিলেন তিনি।
লিস্ট এঃ-৬২ ম্যাচে ১৩১ রানের পাশাপাশি বল হাতে ৬৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। ভালো থেকো পরিবার আর নিজের ক্যারিয়ার নিয়ে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন