সাকিবই কি হায়দরাবাদের হারের কারন? অনেকেই ভাবতে পারেন এমনি। কেননা যে তিন ম্যাচ একাদশে সুযোগ পেলেন সাকিব সেই তিন ম্যাচই হেরেছে হায়দরাবাদ। আজ এই আসরের শেষ ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংটা দারুন করেছেন সাকিব। কিন্তু তবুও রাজস্হানের কাছে ৭ উইকেটে হেরেছে তার দল। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় এখন উইলিয়ামসনরা।
হায়দরাবাদের দেওয়া ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে রাহানে-লিভিংসটনের ব্যাটে শুরুটা দারুন করে হায়দরাবাদ। মুলত তাদের ব্যাটেই জয়ের ভিত তৈরী হয়। দলীয় ৭৮ রানে ওপেনিং জুটি রশিদ ভাঙলেও সেটি দেরিই হয়ে যায়।
তবে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন সাকিব। প্রথম ওভারে দেন মাত্র ৪ রান। পরের ওভারে ৭ রান দিলেও তৃতীয় ওভারে এসে অসাধারণ ব্যাটিং করা রাহানে (৩৯) ফেরান সাকিব। কিন্তু তাতে আর হার ঠেকানো সম্ভব হয়নি। সঞ্জু স্যামসনের অপরাজিত ৪৮ রানে ৫ বল আগেই জয় তুলে নেয় রাজস্থান।
৩.১ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
এর আগে জয়পুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে অধিনায়ক উইলিয়ামসকে হারালেও মানিশ পান্ডে-ওয়ার্নারের ব্যাটে ভালো সুচনা পায় হায়দারাবাদ। কিন্তু দলীয় ১০৩ রানে স্মিথের দুর্দান্ত ক্যাচে ওয়ার্নার ৩৭(৩২) রান করে ফিরে গেলে কিছুক্ষণ পর দুর্দান্ত অর্ধশতক করা মানিশ পান্ডেও ফিরে যান ৬১(৩৬) রান করে।
এরপর ছন্দপতন শুরু হয় অরেঞ্জ আর্মিদের। ব্যাটিংয়ে সুযোগ পেয়ে ব্যর্থ হন সাকিব। ১০ বলে ৯ রান করেন এই অলরাউন্ডার। শেষের দিকে রশিদের ৮ বলে ১৭ রানে ৮ উইকেট হেরে ১৬০ রানের পুঁজি পায় হায়দরাবাদ।
রাজস্থানের হয়ে ভারুন অরুন, শ্রেয়াস গোপাল,ওশেন থমাস, ও উনাদকাত ২ টি করে উইকেট নেন।
রাজস্থানের বিপক্ষে হার কোন ভাবেই মেনে নিতে পারছেন নাহ সাকিব। সাকিব মনে করেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা আরেকটু ভাল করার সুযোগ ছিল তাহলে হয়ত ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
সানরাইজার্স হায়দ্রাবাদ:
ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (সি), মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, সাকিব আল হাসান/মোহাম্মদ নবি, রোধিমান সাহা (ড।), দীপক হুদা, রশিদ খান, ভূবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কুল, কে খালীল আহমেদ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন