শিরোনাম

প্রচ্ছদ /   দিন সেরা বোলিং সাকিব ম্যান অব দ্যা ম্যাচ পেলেন যিনি

দিন সেরা বোলিং সাকিব ম্যান অব দ্যা ম্যাচ পেলেন যিনি

Avatar

শনিবার, এপ্রিল ২৭, ২০১৯

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাত উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল সানরাইজ হায়দ্রাবাদ। দল হারলেও চমৎকার বোলিং করেছেন সাকিব। প্রথমে ব্যাট করে ১৬০ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান রয়েলস।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের মাথায় অধিনায়ক কেন উইলিয়ামসন উইকেট হারায় সানরাইজ হায়দ্রাবাদ। ১৩ রান করে উইলিয়ামসন আউট হলে ও ডেভিড ওয়ার্নার কে সাথে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলেন মনিশ পান্ডে। দলীয় ১০৩ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ৩৭ এবং ১২১ রানের মাথায় মনিশ পান্ডে ৬১, এবং ১২৫ রানের মাথায় বিজয় শংকর ৮ রান করে আউট হলে ব্যাটিংয়ে নামলেন সাকিব আল হাসান।

তবে ব্যাটিংয়ে নেমে তেমন একটি সুবিধা করতে পারেননি সাকিব। ১০ বলে ৯ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে রাজস্থান রয়েলস। দুই ওপেনার লিয়াম লিভিংস্টোন এবং অজিঙ্কা রাহানে যোগ করেন ৭৮ রান। ২৬ বলে ৪৪ রান করা লিভিংস্টোনকে আউট করেন রাশিদ খান। দলীয় ৯৩ রানের মাথায় রাহানেকে ৩৯ রানে আউট করেন সাকিব। সঞ্জু স্যামসন এবং স্টিভ স্মিথের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়েলস। স্মিথ ২২ রানে আউট হলেও সঞ্জু স্যামসন ৪৫ রান করে অপরাজিত থাকেন।

সাকিব ৩.১ ওভার বোলিং করে ২৬ রানে ১ উইকেট তুলে নেন।

রাজস্থান : অজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রয়ান পরগ, অ্যাশটন টার্নার, স্টুয়ার্ট বিন্নি, শ্রিস গোপাল, জয়দেব উনাদকাত, ভারুন অরন, ওশেন থমাস।

সানরাইজার্স: ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, বিজয় শংকর, সাকিব আল হাসান, দীপক হুদা, রোধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, ভূবনেশ্বর কুমার, খালেদ আহমেদ, সিদ্ধার্থ কৌল।

সংক্ষিপ্ত স্কোরঃসানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৬০/৮ (২০ ওভার)(মনিষ ৬১, ওয়ার্নার ৩৭, রশিদ ১৭*; উনাদকাট ২/২৬)

রাজস্থান রয়্যালসঃ- ১৬১/৩ (১৯.১ ওভার) রাজস্থান ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ  জয়দেব উনাকাদ

সাকিব ৯ রান ও ১ উইকেট পেয়েছেন আজকে এবং এটাই ছিল দিনের সেরা বোলিং ফিগার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন