শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ বিশ্বকাপের দলে অন্তর্ভূক্তি নিয়ে তাসকিনকে বড় সুখবর দিলেন নান্নু

এইমাত্র পাওয়াঃ বিশ্বকাপের দলে অন্তর্ভূক্তি নিয়ে তাসকিনকে বড় সুখবর দিলেন নান্নু

Avatar

শুক্রবার, এপ্রিল ১৯, ২০১৯

প্রিন্ট করুন

আসন্ন ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের জন্য গত ১৬ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন আলোচনা সমালেনাচনা চলছে একাধিক ক্রিকেটারের দলে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে। আর সেই তালিকায় তাসকিন আহম্মেদ।

এর আগে গত ২০১৭ সালে অক্টোবরে জাতীয় দল থেকে বাদ পড়াও পর দলে ফেরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাসকিন। কিন্তু স্বরূপে ফিরতে পারলেন গেল ফেব্রুয়ারি বিপিএল আসর দিয়ে। বিপিএলে ১২ ম্যাচে নিলেন ২২ উইকেট। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে জাতীয় দলে ফেরা হল না।

এরপর ইনজুরি কাটিয়ে দলে ফেরার জন্য লড়াইটা থামাননি। বিশ্বকাপ আসরে নিজের জায়গা করে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকেন। নিজেবে ফিট প্রমাণের জন্য তাড়াহুরো করে ফিরলেন ঘরোয়া লিগ ডিপিএলে।

এদিকে রূপগঞ্জের হয়ে ৫ ওভার বোলিং করে নিজের ফিটনেসের প্রমাণ দেওয়ার চেষ্টা করেন তাসকিন। কিন্তু ম্যাচ খেললেও ফিটনেস নিয়ে প্রশ্নটা আবার সামনে চলে আসে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যায় পূর্ণ ফিটনেস অর্জন করতে পারেননি এখনও?

অবশেষে জানা যায়, তাসকিনের ফিটনেস নিয়ে গুঞ্জনটাই সত্যি। চোট থেকে সেরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করলেও এখনও নিজের শতভাগ দিতে পারছেন না ডানহাতি পেসার তাসকিন আহম্মেদ।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘বিশ্বকাপ খেলার মতো অবস্থায় থাকলে তাসকিনকে অবশ্যই বিবেচনা করতাম। কিন্তু আনফিট খেলোয়াড়কে নিয়ে তো ইংল্যান্ড যেতে পারি না। সেরে ওঠার জন্য আরও কিছুটা সময় দরকার তার।’

এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, পুরো ফিট হয়ে উঠতে অন্তত আরও পাঁচটি বোলিং সেশন দরকার। এদিক থেকেও ঘাটতি ছিল তাসকিনের। স্কোয়াডে ডাক না পেয়ে কান্না করেছেন, তাতে মন খারাপ হয়েছে তার ভক্তদের।

তবে নির্বাচকরা সব হিসেবনিকেশ করেই নিয়েছেন সিদ্ধান্ত। রূপগঞ্জের হয়ে যে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ঐ ম্যাচেও ঠিকমত বল করতে পারছিলেন না। ঐ ম্যাচে প্রথম স্পেল শেষ করার পরেই বাঁ পায়ের ফলো থ্রুতে সমস্যা হচ্ছিল তার।

কিন্তু নির্বাচক জানিয়েছে, সুপার লিগে তাসকিন যদি তার পুরনো ছন্দ ফিরে পান তাহলে বিশ্বকাপের স্কোয়ার্ডে জন্য বিবেচনা করা হবে। যেহেতু ২৩ মে তারিখের আগে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে। এরপর স্কোয়াডে পরিবর্তন আনার জন্য আইসিসি অনুমতি নিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন