কলকাতা দল থেকেই হুট করে বাদ পড়ে যান আন্দ্রে রাসেল। ইনজুরির কারণেই দল থগেকে হুট করেই বাদ পড়তে হয় তাকে। তবে এবার তার বদলেই খেলোয়াড় দেখা শুরু করেছে কলকাতা।
এই তালিকায় আছেন বাংলাদেশি তারকা মাহমুদুল্লাহ রিয়াদও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে তাদের পছন্দের তালিকায় সবার আগে আছেন ব্র্যাথওয়েট।
প্রসঙ্গত, রাসেল আইপিএলে নিজের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১৯ বলে ৪৯ এবং দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৭ বলে ৪৮ এবং দিল্লির বিরুদ্ধে ২৮ বলে ৬২ রান করে প্রতিপক্ষ বোলারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন রাসেল। ইতোমধ্যেই তার ব্যাট থেকে এসেছে ১৫টি ছক্কা৷
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন