আগামী ১০ই এপ্রিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো নিউজিল্যান্ড অনুর্ধ্ব – ১৯ দলের। তবে ম্যাচ শুরুর দশদিন আগে হঠাৎই তারা সফর বাতিল করে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজটি বাতিল হয়েছে। তারা আমাদের জানিয়েছে নির্ধারিত সময়ে সিরিজটি হচ্ছে না।’
কিন্তু কেন হঠাৎই এমন সিদ্ধান্ত? নিজামউদ্দীন জানান কিউইরা কারণ হিসেবে ক্রাইষ্টচার্চ ট্রাজেডির কথা উল্লেখ করেছে, ‘সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। তাদের বাবা-মারা এ সিরিজ খেলা নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন, যেহেতু ক্রিকেটারের সবাই এখনো কম বয়সী।’
সিরিজের পাঁচটি ম্যাচই চট্টগ্রামে আয়েজিত হবার কথা ছিলো। এদিকে গত মাসের ১৫ তারিখের ঐ সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশিসহ নিহত হন ৫০ জন ব্যক্তি। ভাগ্যক্রমে অল্প কিছুক্ষণের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন