শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবকে দলে না নেয়ায় হায়দ্রাবদকে ধুয়ে দিল ভক্তরা

সাকিবকে দলে না নেয়ায় হায়দ্রাবদকে ধুয়ে দিল ভক্তরা

Avatar

শনিবার, মার্চ ৩০, ২০১৯

প্রিন্ট করুন

নিজেদের ২য় ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিবের সানরাইজার্স হায়দ্রবাদ। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ। এই ম্যাচেই ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ফেরায় বাদ দিতে হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। উইলিয়ামসন ফিরলে কাকে বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয়েছিলো হায়দ্রাবাদের ম্যানেজমেন্টকে।

অন্যদিকে ইনজুরি থেকে ফেরার পর নিজের প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না হলেও বল হাতে ৩.৪ ওভার বল করে ৪২ রান দেন সাকিব আল হাসান, সাথে ১টি উইকেট।

ক্রিকেট বিশেষজ্ঞরা উইলিয়ামসন দলে ফিরলে কাকে বাদ দিবে সানরাইজার্স তা নিয়ে সাকিবকে দলে রাখার ব্যাপারে মতামত দিলেও হায়দ্রাবাদ সাকিবকে বাদ দিয়েই একাদশ সাজায়।

পঞ্চম বোলার হিসেবে শাবাজ নাদিম ও বিজয় শংকর ৪ ওভার পূর্ণ করেন। দুইজন মিলে ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন। সাকিব বাদ যাওয়ায় বেচে যাওয়া জনি বেয়ার্স্টো খারাপ করেননি। ডেভিড ওয়ার্নারের সাথে পুনরায় শত রানের জুটি গড়েন। বেয়ার্স্টো নিজে ২৫ বলে ৪৬ করে আউট হন।

তবে সাকিবকে বাদ দেওয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতি হতাশা প্রকাশ করেছেন ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের দাবি সাকিব ৫ম বোলার হিসেবে ভালো করতে পারতো। ভিন্ন দাবিও ছিলো কারো কারো। দেখে নিন সাকিবকে নিয়ে কিছু আলোচিত টুইট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন