ক্রিকেট জগতে মহেন্দ্র সিং ধোনি নামটি খুবই জনপ্রিয়। ‘মাহি’ নামে জনপ্রিয় এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের ব্যাপারে কিন্তু অনেক কম জনই জানেন। বিশেষ করে ক্রিকেটে আসার আগের জীবনের ব্যাপারে খুব কম জনই জানেন। যখন মাহি ক্রিকেট দুনিয়ায় নামার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছিল তখন তার জীবনে একটা তুফান বয়ে গিয়েছিল।
তাই আজ আমরা নিয়ে এসেছি ধোনির জীবনের কিছু কথা। আসুন তাহলে জানি।
ভারতীয় ক্রিকেট টিমে আসার স্বপ্ন ছিল: এটা তখনকার দিনের কথা যখন মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট দুনিয়ায় কেউ চিনত না। বাকি যুবকদের মতন ধোনিরও স্বপ্ন ছিল যে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হবেন। ধোনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য তখন খুব চেষ্টা চালিয়েছিলেন।
নিজের মন দিয়ে ফেলেছিলেন
এই সময়ে তার জীবনে এমন একজন এলেন যাকে ধোনি নিজের মন দিয়ে ফেলেছিলেন। এখন হাজার লাখো মেয়ের মনের মাঝে বিরাজমান ধোনি। কিন্তু তখন যে মেয়েটিকে মাহি ভালোবেসে ফেলেছিলেন সেই মেয়েটির নাম ছিল প্রিয়াঙ্কা ঝাঁ। তখন মাহির কুড়ি বছর বয়স ছিল।
বিয়ে করবেন বলে নিশ্চিত ছিলেন
প্রিয়াঙ্কার সাথে দেখা হওয়ার পরে মাহি এতটাই তাকে ভালোবেসে ফেলেছিলেন যে তিনি নিশ্চিত ছিলেন যে তার বাকি জীবনটা তিনি প্রিয়াঙ্কার সাথেই কাটাবেন। অর্থাৎ প্রিয়াঙ্কাকে বিয়ে করবেন। কিন্তু ভাগ্য অন্য কিছুই তাদের জন্য তৈরী করে রেখেছিল। যেটা খুবই ভয়ঙ্কর।
ভারত ‘A’ দিক থেকে দারুণ প্রদর্শন করেছেন
এই সময়ে ধোনীকে নির্বাচিত করা হয়েছিল ২০০৩-২০০৪ সালের জিম্বাবুয়ে ও কেনিয়া ম্যাচের ‘A’ দলের মধ্যে। উইকেট কিপার, ব্যাটসম্যান ধোনি, এই খেলাতে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তিনি অর্ধশতক এবং ৭২.৪০ দারুন টার্গেটে ৩৬২ রান করেছিলেন। তিনি নিজের এই প্রদর্শনের জন্য ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং নির্বাচক রবি শাস্ত্রীর নজর কেড়েছিলেন। এরপর ২০০৪ সালের বাংলাদেশের ম্যাচে নিজের জায়গা করে নিয়েছিলেন।
বিদেশে খেলতে যাওয়ার পরই সবকিছু বদলে গেল
ভারতের ‘A’ এর তরফ থেকে বিদেশে খেলতে যাওয়ার সময় মাহি কখনো ভাবিনি যে তার জন্য ভারতে এমন একটি খারাপ খবর অপেক্ষা করছে যা শুনে সে ভেঙে পড়তে পারেন। উনি ভারতে ফিরে আসার পরই জানতে পারেন যে প্রিয়াঙ্কার একটি গাড়ি এক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। ধোনীর বন্ধু-বান্ধবদের কাছ থেকে জানা যায় যে তার অবস্থা তখন এমন হয়েছিল যে বোঝা যাচ্ছিল যেন সে কোনোদিনই এই শোক থেকে আর বেড়োতে পারবেন না
ক্রিকেটকে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন এই ঘটনার পর ধোনি একদম ভেঙে পড়েছিলেন। প্রিয়াঙ্কাকে ভুলতে প্রায় এক বছর সময় লেগেছিল। তাকে ভোলার জন্য ধোনী তার নিজের সমস্ত মনোযোগ ক্রিকেটেই দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি শূন্য রানে আউট হওয়ার পর তিনি পাকিস্তানের বিরুদ্ধে ১২৩ বলে ১৪০ রান করে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা দখল করে নেন এবং নিজের ভালোবাসাকে মনের মধ্যে রেখে এগোতে থাকেন।
সাক্ষীকে বিয়ে করেন তারপর তার জীবনে সাক্ষী আসেন। কিন্তু তা সত্বেও তিনি নিজের প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারেননি তিনি। তিনি ২০১০ সালে সাক্ষীকে বিয়ে করেন । ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ তে এই ব্যাপারটির সামনে এসেছিল।ধোনীর জীবনীর উপর তৈরি সিনেমা ধোনি দ্য আনটোল্ড স্টোরি তে এই প্রেম কাহিনীর কথাটি সবার সামনে এসেছিল। সিনেমার সুপার হিট গান ‘কৌন তুঝে’তে প্রিয়াঙ্কা এবং ধোনির ভালোবাসাটি সামনে এসেছিল। এই গানটি সবার চোখে জল এনে দিয়েছিল।
দিশা পাটানি করেছিল প্রিয়াঙ্কার চরিত্রটি
‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ তে যেখানে সুশান্ত সিং কে ধোনির ভূমিকায় দেখা গিয়েছিল, সেখানে অভিনেত্রী দিশা পাটানি কে ধোনির পূর্ব প্রেমিকা প্রিয়াঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল। যা সবার মন কেড়ে নিয়েছিল। এছাড়া ধোনির স্ত্রীর ভূমিকায় কিয়ারা আদবানি অভিনয় করেছিলেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন