শিরোনাম

প্রচ্ছদ /   কেই এই নারী ক্রিকেটার যাকে বিয়ে করতে যাচ্ছেন রশিদ খান

কেই এই নারী ক্রিকেটার যাকে বিয়ে করতে যাচ্ছেন রশিদ খান

Avatar

শুক্রবার, মার্চ ২৯, ২০১৯

প্রিন্ট করুন

ইংল্যান্ড ব্যাটসম্যান ড্যানিয়েলা ওয়েট সিদ্ধান্ত নিলেন তার আর রশিদ খানের সম্পর্ক নিয়ে চুপ থাকার। বাস্তবে, ওয়েট এবং রশিদের সাম্প্রতিক কথাবার্তায় এই গুজব ছড়িয়েছে যে তাদের মধ্যে কিছু চলছে। ইতিমধ্যে ওয়েট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ফাইনালের আগেও রশিদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এভাবেই এক টুইটার ইউজার এই ইংল্যান্ড ওপেনারকে প্রশ্ন করেছিলেন কখন তিনি এই আফগান স্পিনারকে বিয়ে করবেন।

বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন এই আফগান তরুণ। সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়া প্রিমিয়ার লীগে তিনি ১৭টি ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন। তা সত্ত্বেও তিনি লাল বলের খেলায় তার ম্যাজিককে পুনরাবৃত্তি করতে পারেন নি। এই লেগ স্পিনার আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে থাকা এক নম্বর দলের বিরুদ্ধে এক মাত্র টেস্টে ১৫৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। যদিও এই আফগান স্পিনার তার স্বপ্নের ফর্ম ধরে রেখেছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে। চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলে এই আফগান স্পিনার ২৫ রানে ২ উইকেট নিয়েছেন এসেক্সের বিরুদ্ধে।

এই জন্যই সাসেক্স ৩৬ রানের বড় ব্যবধানে জিততে সক্ষম হয়েছে। অন্যদিকে ড্যানিয়েলা ওয়েট ইংল্যান্ডের হয়ে শেষ খেলেছেন নিউজিল্যান্ড এবং দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ট্রাই সিরিজে। ওয়াট ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ৫০ রানের ইনিংস খেলেছিলেন যা ইংল্যান্ডকে এই ম্যাচ ৭ উইকেটে জিততে সাহায্য করে। অন্যদিকে রশিদের কাউন্টি দল সাসেক্স রশিদের সাফল্যে একটি পোষ্ট করেন তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে।ওই পোষ্টে তার লেখে,

‘ওখানে রশিদ খান, আমারদের বিদেশী তারকার দুর্দান্ত পারফর্মেন্স দেখা গেল।’

রশিদ খানের হুবু বঊ

অন্যদিকে টুইটারে ড্যানিয়েলার রশিদকে শুভেচ্ছা জানানোর পোষ্টের তলায় তার ভক্ত এক টুইটার ইউজার প্রশ্ন করেন যে.. ড্যানিয়েলা কবে নাগাদ রশিদ খানকে বিয়ে করছেন, যার উত্তরে এই ইংল্যান্ড ওপেনার ব্যাটসম্যান হেসে ব্যাপারটা উড়িয়ে দেন।

তবে যেভাবে ড্যানিয়েলা এবং রশিদ খান সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কথা বার্তা বলছেন, তাতে লোকের মনে এই সন্দেহ বদ্ধমূল হয়ে পড়ছে যে এই দুজনের মধ্যে কোনো কিছু চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন