চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ সোমবার ২৫ মার্চ মাঠে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেনে রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। মাত্র ৪ রান করেই ফেরেন ওপেনার রাহুল। এরপর ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। ২২ রান করে কুলকার্নির দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি।
আইপিএলের ১২তম আসরের তৃতীয় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়েলস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান অধিনায়ক রাহানে।
আইপিএলের ইতহাসে নবম ও মাত্র দ্বিতীয় বিদেশী খেলোয়াড় হিসাবে ৪০০০ রানের ক্লাবে পৌঁছান ক্রিস গেইল। আর ৪০০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে গেইল সবথেকে দ্রুততম। গেইল এই মাইলফলক স্পর্শ করতে নেন ১১২ ম্যাচ। অন্যদিকে তারপরই আছে ডেভিড ওয়ার্নার তিনি খেলেছেন ১১৪ ম্যাচ।
দ্রততম ৪০০০ রানের রেকর্ডের দিনে ধীরে শুরু করলেও ঝড় তুলে ৩১ বলে পৌছান ফিফটিতে। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ৬৫ রানে অপরাজিত আছেন এই ক্যারিবিয়ান।
সর্বশেষ স্কোর: পাঞ্জাব:- ১২৫/২ (১৫)
রাজস্থান রয়্যালসঃ
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, স্টিভ স্মিথ, সানজু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, শেয়াস গোপাল, গোথাম, জোফরা আচার, জয়দেব উনাদকাত ও ধাওয়াল কুলকার্নি।
কিংস এলেভেন পাঞ্জাবঃ
ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, করণ নায়ার, মানদিপ সিং, নিকলোস পুরান, স্যাম কারন, অশ্বিন (অধিনায়ক), বরুণ চক্রবর্তী,, মোহাম্মদ শামী ও মুজিব উর রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন