চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২৪ মার্চ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদের হয়ে ওয়ার্নার ৮৫, বেয়ারস্টো ৩৯, বিজয় ৪০* রান করেন। কলকাতার হয়ে রাসেল ২টি ও চাওলা ১টি উইকেট শিকার করেন।
১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে রাসেলের ব্যাটিং তাণ্ডবে জয় পায় কলকাতা। শেষের ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ১৩ রানের। ২ বল বাকি থাকতেই জয় পায় কলকাতা।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। সে সময় হায়দ্রাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে। যা দেখে অবাক হয়েছিলেন কলকাতার ব্যাটসম্যান নিতিশ রানা।
বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, আন্দ্রে রাসেল এবং শুভমান গিল ক্রিজে থাকা অবস্থায় বাঁহাতি স্পিনার সাকিবকে এনে ভুল করেছিল হায়দ্রাবাদ। শেষ ওভারে অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলে তাঁর ধারণা।
রাসেল যেভাবে ব্যাট করছিল সেটা দেখে হয়ত ভড়কেকে গিয়েছিল হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হায়দ্রাবাদের ভুল আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। তাঁর ভাষায়,’শেষ ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সে সময় যদি ভুবনেশ্বর বা অন্য কেউ বোলিং করতো তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
‘আমার কাছে মনে হয় উনাদের প্ল্যানিং উল্টা পাল্টা হয়ে গিয়েছিল। রাসেল আর শুভমান ক্রিজে থাকলে শেষ ওভারে বাঁহাতি স্পিনার আনতে পারেন না।’শেষ ১৮ বলে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৩ রান। সেখান থেকে আন্দ্রে রাসেল এবং শুভমান গিলের ব্যাটে ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় কলকাতা।
প্রথম ম্যাচে হারার পরে স্পিনে শুরু হয়েছে বিতর্ক, স্পিনে সাকিবের জায়গায় ক্রিকেট বিশেষজ্ঞরা চাচ্ছে একজন ভাল মানের পেসার।আর তাই ২ ম্যাচে হায়দ্রাবাদের সাকিবের থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন