চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২৪ মার্চ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠান কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক।আইপিএলে আজ কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজ হায়দ্রাবাদ। আর এই ম্যাচের আগে ইডেন গার্ডেনের ‘ইডেন বেল’ বাজিয়ে খেলা শুরু করেন সাকিব আল হাসান। আজ সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে এই বেল বাজিয়ে খেলা শুরু করে আইপিএল।
ওয়ার্নারের বিধ্বংসী অর্ধশতকঃ ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সাদরে তা গ্রহণ করে নিয়েছে হায়দ্রাবাদ। বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের ৩২ বলে ৫৪ রানের ইনিংসে আট ওভার শেষে ৮৪ রান সংগ্রহ করেছে হায়দ্রাবাদ। কলকাতার পেসার আন্দ্রে রাসেলকে বিশাল ছয় হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন ওয়ার্নার। এটা তাঁর আইপিএলের ৩৭তম ফিফটি।
তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ২৩ বলে ২৪ রানে ব্যাটিং করছেন তিনি।
আইপিএলের দ্বাদশ আসরের প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ইতিমধ্যে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রন পেয়েছে হায়দ্রাবাদ।
শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে রেখেছে হায়দ্রাবাদ, সাথে আছেন ডেভিড ওয়ার্নারও। হায়দ্রাবাদের অধিনায়কত্ব করছেন ভুবনেশ্বর কুমার এবং কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক।
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৪৪/২, ১৬ ওভারে ওয়ার্নার ৮৫* (৫৩)
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীষ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, বিজয় শঙ্কর, রশীদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দ্বীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স একাদশঃ
দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), রবিন উথাপ্পা, ক্রিস লিন, নীতিশ রানা, শুভমান গিল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, লোকি ফার্গুসন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন