শিরোনাম

প্রচ্ছদ /   জন্মদিনে হায়দ্রাবাদের হয়ে যে রেকর্ড করতে যাচ্ছেন সাকিব

জন্মদিনে হায়দ্রাবাদের হয়ে যে রেকর্ড করতে যাচ্ছেন সাকিব

Avatar

রবিবার, মার্চ ২৪, ২০১৯

প্রিন্ট করুন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২৪ মার্চ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের একাদশে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ সাকিবের ৩২তম জন্মদিন। ইনজুরি কাটিয়ে জন্মদিনেই ক্রিকেটে ফিরেছেন সাকিব। আর এই ম্যাচে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন সাকিব।

২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন ওয়ার্ন। যেখানে তার উইকেটসংখ্যা ৫৭টি। অন্যদিকে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নাইট রাইডার্স ও সানরাইজার্সের হয়ে খেলা সাকিব আল হাসান উইকেট নিয়েছেন সমান ৫৭টি।আর মাত্র একটি উইকেট সাকিব নিতে পারলেই ছাড়িয়ে যাবেক এই অস্ট্রেলিয়ান তারকাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন