আইপিএলে গতকাল প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের সাবেক দল কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্যাচের একাদশ এ দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আইপিএলে গত মৌসুমে দুর্দান্ত কাটিয়েছিলেন সাকিব আল হাসান।
এছাড়াও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হওয়া সাকিবের উপর ভরসা রাখতে চায় তারা। আজ বাংলাদেশ সময় দুপুর ৪ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস এবং বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইনে’।
আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের কাঁধে। এর আগের আসরে তার অধিনায়কত্বে রানারআপ হয়েছিলেন এই দল। চলতি আসরেও এ দলের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কাঁধে ব্যথা পেয়ে ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন। এ ইনজুরিতে স্বস্তিতে নেই হায়দরাবাদ। সে কারণে আইপিএলে শুরুর বেশ কয়েকটি ম্যাচই মাঠে নামতে পারবেন না হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক। উইলিয়ামসনকে নিয়ে এমনই তথ্য জানিয়েছেন কোচ টম মুডি।
এদিকে নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফিরলেও উইলিয়ামসনের জায়গায় সহ-অধিনায়ক ভুবনেশ্বরই নেতৃত্ব দিবেন কলকাতার বিপক্ষে হায়দরাবাদের উদ্বোধনী ম্যাচে।
এ প্রসঙ্গে মুডি বলেন, ‘উইলিয়ামসনের ইনজুরিটা দীর্ঘ সময়ের নয়। আমরা ম্যাচের দিন ঠিক করবো সে খেলবে কি-না। আমাদের প্রথম ম্যাচের আগে বেশ ভালো সময় কাটিয়েছি। তবু যদি উইলিয়ামসন খেলতে না পারে তাহলে আমি কোনো সমস্যা দেখছি না। সেক্ষেত্রে আমাদের সহ-অধিনায়ক ভুবনেশ্বর এ সময়ে অধিনায়কত্ব সামলাবেন।’
এসময় তিনি আরও বলেন, ‘উইলিয়ামসন একজন বিশ্বমানের অধিনায়ক। এছাড়া গত আসরে আমাদের হয়ে দারুণ অধিনায়কত্ব করেছে। আমরা আশা করছি এবারও সে ধারা বজায় থাকবে।’
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, সাকিব আল হাসান, মানিশ পান্ডে, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন