শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলের শীর্ষ দশের ৭ নম্বরে সাকিব দেখেনিন র‍্যাংকিং

আইপিএলের শীর্ষ দশের ৭ নম্বরে সাকিব দেখেনিন র‍্যাংকিং

Avatar

রবিবার, মার্চ ২৪, ২০১৯

প্রিন্ট করুন

আইপিএলে গতকাল প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের সাবেক দল কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্যাচের একাদশ এ দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আইপিএলে গত মৌসুমে দুর্দান্ত কাটিয়েছিলেন সাকিব আল হাসান।

এছাড়াও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হওয়া সাকিবের উপর ভরসা রাখতে চায় তারা। আজ বাংলাদেশ সময় দুপুর ৪ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

তেমনই একটি মানদণ্ডে বাছাই করা হয় স্টার পাওয়ার র‍্যাংকিং শীর্ষ ১০ (টপ টেন) বোলার, যেখানে বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসান রয়েছেন সপ্তম স্থানে।

শনিবার আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে সহজ জয় পায় স্বাগতিক চেন্নাই। ঐ ম্যাচ চলাকালে প্রকাশ করা হয় স্টার পাওয়ার র‍্যাংকিং শীর্ষ ১০ বোলারের তালিকা, যেখানে সাকিব রয়েছেন ৭ নম্বর অবস্থানে।

তালিকার ১ নম্বরে রয়েছেন রশিদ খান। তার অর্জিত পয়েন্ট ৩৬১। আফগান এই লেগ স্পিনার আইপিএলের বিগত আসরে নিজের দারুণ পারফরম্যান্সের সুবাদেই পেয়েছেন এই সাফল্য। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলীয় পেসার নাথান কোলটার নাইল ৩৪৯ পয়েন্ট পেয়েছেন। ৩৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারত জাতীয় দলের তারকা পেসার ভুবনেশ্বর কুমার।

চতুর্থ স্থানে থাকা সুনীল নারাইন পেয়েছেন ৩৪০ পয়েন্ট। নেপালের বিস্ময় বালক খ্যাত সন্দ্বীপ লামিচানে ৩৩৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার পাঁচে। ৩৩০ পয়েন্ট নিয়ে জাসপ্রিত বুমরাহ আছেন ষষ্ঠ অবস্থানে। আর এর পরই রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

সানরাইজার্স হায়দরাবাদের বিদেশি ক্রিকেটার সাকিব ৩২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন। সাকিবের পর রয়েছেন অ্যান্ড্রু টাই, যার পয়েন্ট ৩২৫। এর পরের দুটি স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও কাগিসো রাবাদা। অশ্বিন ৩২০ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে এবং প্রোটিয়া ক্রিকেটার রাবাদা ৩১৮ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছেন।

প্রসঙ্গত, আইপিএলের ১২তম নিজের প্রথম ম্যাচে রবিবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় মাঠে নামবেন সাকিব আল হাসান। তার দল সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ এদিন কলকাতা নাইট রাইডার্স।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন