নাইজেরিয়াকে ক্রিকেটের তুলনায় ফুটবলের জন্যই বেশি চিনে থাকে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। বাংলাদেশে এসে আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলা ছাড়াও বিশ্বকাপে প্রায় নিয়মিত আর্জেন্টিনার সাথে খেলা হয় সুপার ইগলসদের। তাই তাদের ফুটবল দলটা অচেনা নয় বাংলাদেশী ভক্তদের কাছে। তবে ক্রিকেটেও যে নাইজেরিয়ার দারুন ভবিষ্যৎ আছে তা প্রমাণ করলো নাইজেরিয়ার তরুন খেলোয়াড়েরা।
ফুটবল বিশ্বকাপে নিজেদের পরিচিতি পর্বের পর এবার ক্রিকেট বিশ্বকাপেও অংশ নিতে যাচ্ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। রবিবার বিশ্বকাপ বাছাইপর্বে তানজেনিয়াকে ৩২ রানে হারিয়ে আসন্ন যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্ল্যাক ঈগলরা।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপেই প্রথম বারের মতো অংশ নিচ্ছে নাইজেরিয়া।
আর বিশ্বকাপের মতো আসরে জায়গা করে নেয়ার পর দারুন উচ্ছ্বসিত নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (এনসিএফ) এর ভাইস প্রেসিডেন্ট উয়ি আকপত। এমন অর্জনকে নাইজেরিয়ার ক্রিকেটের জন্য একটি বিজয় বলে মনে করেছেন তিনি । তার মতে;
“নাইজেরিয়ার ক্রিকেটের সাথে জড়িত সবাই ছেলেদের অর্জন নিয়ে গর্বিত, এটি কঠিন ছিল তাদের জন্য, কিন্তু তারা খুব নিবেদিত এবং সুশৃঙ্খল ছিল এবং আমরা তাদের নিকট ভবিষ্যতে সিনিয়র জাতীয় দল গড়ার প্রত্যাশা করছি।”
The moment which sealed Nigeria's defence of 110 against Uganda at the Under 19 Cricket World Cup Africa Division 1 qualifier.
Which is better?
The yorker 🎯
OR
The celebration 🎉 pic.twitter.com/1iJxbfFb1H— ICC (@ICC) March 20, 2019
I'm sending love to Nigeria's U-19 Cricket team who are on the verge of qualifying for the World Cup
The Junior Yellow Greens stunned Namibia by 52 runs in their 1st match, push aside Kenya with 58 runs & today in Windhoek, they beat Uganda by 30 runs.
Super proud of the lads. pic.twitter.com/YnQivibv5u
— Austin Okon-Akpan (@ProudlyAustin) March 20, 2019
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন