আজ ২৪ মার্চ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন। ১৯৮৭ সালের আজেকর এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
আর এই ম্যাচটিতে নামার আগে কিছুটা দ্বিধায় অরেঞ্জ আর্মি টিম।
কারণ বাংলাদেশের বিপক্ষে সিরিজে চোটের কারণে ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে নিয়ে কিছুটা চিন্তিত হায়দরাবাদ। তবে কোচ টম মুডির দাবি, প্রথম ম্যাচে ফিরলেও ফিরতে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক।
এদিকে উইলিয়ামসনকে নিয়ে সমস্যা থাকলেও ডেভিড ওয়ার্নার-সাকিব আল হাসান ও আরেক বিদেশি রশিদ খানের সরব উপস্থিতি থাকবে আজকের একাদশে। এমনটাই নিশ্চিত হওয়া যায় কোচের কথায়।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় সাকিবের। কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জেতেন তিনি।গত মৌসুমে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ। ব্যাট হাতে ২৩৯ রান এবং বল হাতে ১৪ উইকেট শিকার করেন সাকিব। আসরে রানার্সআপ হয় হায়দরাবাদ।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়ে শুক্রবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।তবে, আইপিএলে সবগুলো ম্যাচ খেলতে পারবেন না সাকিব। ২২শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে অংশ নেবেন তিনি।
সাকিবের জন্মদিনের দিনে বিশেষ ভাবে উদযাপন করতে চা চায় হায়দ্রাবাদ।সাকিব তার জন্মদিনে আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে সেঞ্চুরি করতে চান তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মনীষ পাণ্ডে, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, উইসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমরা, সিদ্ধার্থ কাউল ও খলিল আহমেদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন