শিরোনাম

প্রচ্ছদ /   আগামীকাল ১ম ম্যাচে মাঠে নামছে ব্যাঙ্গালুরু বনাম চেন্নাই দেখেনিন চূড়ান্ত একাদশ

আগামীকাল ১ম ম্যাচে মাঠে নামছে ব্যাঙ্গালুরু বনাম চেন্নাই দেখেনিন চূড়ান্ত একাদশ

Avatar

শুক্রবার, মার্চ ২২, ২০১৯

প্রিন্ট করুন

আগামীকাল ২৩ মার্চ পর্দা উঠছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।

প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দুই দল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ধোনির চেন্নাই। এখন পর্যন্ত আইপিএলে মোট ২২ বার মুখোমুখি হয়েছে দুইদল। যার মধ্যে ১৪টিতে জয় পেয়েছে চেন্নাই এবং বাকি ৭টিতে ব্যাঙ্গালুরু।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশঃ

চেন্নাই সুপার কিংসঃ শেন ওয়াটসন, সুরেশ রায়না, স্যাম বিলিংস, আম্বতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডেভিড উইলি ও মোহিত শর্মা।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিভাম ডুব, ওয়াশিংটন সুন্দর,টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন