শিরোনাম

প্রচ্ছদ /   ব্রায়ান লারা ও আশরাফুলের পরে এই রেকর্ড করলেন এনামুল বিজয়

ব্রায়ান লারা ও আশরাফুলের পরে এই রেকর্ড করলেন এনামুল বিজয়

Avatar

শুক্রবার, মার্চ ২২, ২০১৯

প্রিন্ট করুন

রুপগঞ্জ ও শেখ জামালের পর আজ আবাহনীর বিপক্ষে শতক হাঁকালেন এনামুল হক বিজয়। চলমান ডিপিএল ২০১৮-১৯ মৌসুমে টানা তিন শতক হাঁকিয়ে বিরল এক রেকর্ডের ভাগীদার বনে গেলেন তিনি। যা লিস্ট ‘এ’ ক্রিকেটের এ প্রতিযোগিতায় এর আগে করতে পেরেছিলেন কেবল মাত্র একজন ক্রিকেটার!

ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লীগে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন জাতীয় দলের ওপেনার আনামুল হক বিজয়। তিন ম্যাচের তিনটি সেঞ্চুরি করে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই অধিনায়ক। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রাইম ব্যাংক। জাকির হোসেনকে ১৮ রানে আউট করেন মোসাদ্দেক হোসেন।

তবে এরপর ভারতীয় ব্যাটসম্যান অভিন্নুণু ​​আসওয়ারনকে সাথে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলেন আনামুল হক বিজয়। দলীয় ২০৪ রানের মাথায় ৮৫ রান করে আউট হন অভিন্নুণু ​​আসসওয়ারন। তবে অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন এনামুল হক। ১২৮ বলে ১০২ রান করে নাজমুল ইসলামের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এনামুল হক।

ঢাকা প্রিমিয়ার লিগের গত বছর সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুলের পর সেঞ্চুরির হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন এনামুল হক। আনামুল হক বিজয় আউট হলেও ব্যাটিং তান্ডব চালিয়েছে আরিফুল হক। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক।

রুপগঞ্জের বিপক্ষে ১০০ অপরাজিত থাকেন বিজয়। শেখ জামালের বিপক্ষে থামেন ১০১ রানে। ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরির দিনেও তিন অংকে পৌঁছানোর পর বেশি দূর যেতে পারেননি। ১০২ রানেই আউট হয়ে ফেরেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি বিজয়ের ১২তম সেঞ্চুরি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে শতক হাঁকানোর রেকর্ডটি ব্রায়ান লারা ও মাইক হাসির দখলে। ক্রিকেট ইতিহাসে ১৯৯৩-৯৪ মৌসুমে সর্বপ্রথম টানা পাঁচ ইনিংসে শতক হাঁকানোর কীর্তি গড়েছিলেনক্যারিবিয়ান ক্রিকেটার লারা। তার বছর দশেক পর এ রেকর্ডে ভাগ বসান অজি ক্রিকেটার হাসি। ২০০৩ মৌসুমে বাঁহাতি এ ব্যাটসম্যানও হাঁকিয়ে বসেন টানা পাঁচটি শতক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন