শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবের সম্মানে শুভেচ্ছা জানিয়ে যে টুইট করল সানরাইজার্স

সাকিবের সম্মানে শুভেচ্ছা জানিয়ে যে টুইট করল সানরাইজার্স

Avatar

শুক্রবার, মার্চ ২২, ২০১৯

প্রিন্ট করুন

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৯ আসরকে সামনে রেখে সানরাইজার্স হায়দরাবাদ দলের সাথে যোগ দিলেন সাকিব আল হাসান। দলের সাথে যোগ দেওয়ার বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

আইপিএলে অংশ নেওয়ার জন্য গতকালই বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন সাকিব। জানা গিয়েছিল বৃহস্পতিবার রাতেই ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

যেমন কথা তেমনই কাজ। ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে অংশ নিতে শুক্রবারই দলের সাথে যুক্ত হলেন তিনি। দলের সাথে তার যোগ দেওয়ার পর নিজেদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছে হায়দরাবাদের দুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁহাতি এ অলরাউন্ডারের ছবি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়,

‘প্রচুর অভিজ্ঞতা ও অল-রাউন্ড পারফর্মার। সাকিব শুধু ফিরেইনি, এসেছেন এক থলে ভর্তি কৌশল নিয়ে ।’

আইপিএল ক্যারিয়ারে এখনো পর্যন্ত মোট ৬০টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের আইকনিক এ অলরাউন্ডার। যার মধ্যে ব্যাট-বল হাতে বেশ সফলতা রয়েছে তার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এ প্রতিযোগিতায় ৪৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। যার মধ্য থেকে ২১.৬৮ গড়ে ৭৩৭ রান সংগ্রহ তার। অর্ধশতকের ইনিংস রয়েছে দুটি।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ সফল তিনি। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের নামের পাশে ৫৭টি উইকেট যোগ করেছেন তিনি। ওভার প্রতি মাত্র ৭.৪ হারে রান খরচায় এ প্রাপ্তি তার। আইপিএলে তার সেরা বোলিং ফিগার ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার।

শনিবার থেকে পর্দা ওঠতে যাওয়া আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রবিবার মাঠে নামবে সাকিবরা। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঘরের মাঠ ইডেন পার্কে। স্থানীয় সময় বিকাল ৪টা ও বাংলাদেশ সময় বিকাল ৪.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন