শিরোনাম

প্রচ্ছদ /   টানা তিন সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করলেন এনামুল হক বিজয়

টানা তিন সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করলেন এনামুল হক বিজয়

Avatar

শুক্রবার, মার্চ ২২, ২০১৯

প্রিন্ট করুন

রুপগঞ্জ ও শেখ জামালের পর আজ আবাহনীর বিপক্ষে শতক হাঁকালেন এনামুল হক বিজয়। চলমান ডিপিএল ২০১৮-১৯ মৌসুমে টানা তিন শতক হাঁকিয়ে বিরল এক রেকর্ডের ভাগীদার বনে গেলেন তিনি। যা লিস্ট ‘এ’ ক্রিকেটের এ প্রতিযোগিতায় এর আগে করতে পেরেছিলেন কেবল মাত্র একজন ক্রিকেটার!

ডিপিএলের ইতিহাসে টানা তিন ম্যাচে শতক হাঁকানোর রেকর্ডটি এতদিন ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে গত মৌসুমে এ অর্জনে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। নিজেদের শেষ তিন ম্যাচে শতক হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেট বিরল ইতিহাস গড়েন তিনি।

আর এক মৌসুম পর এসে একই রেকর্ডে নাম লেখালেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক রেকর্ড বইয়ে নাম তুলতে বেছে নিলেন শক্তিশালী আবাহনীকে।

আগের দুই ম্যাচে ১০০ ও ১০১ করার ফলে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে বিজয়ের সামনে সুযোগ ছিল শতকের হ্যাটট্রিক করার। যা ইনিংসের ৪২তম ওভারে এসে পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। সানজামুল ইসলামের করা ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের ব্যক্তিগত সংগ্রহকে তিন অঙ্কের ঘরে নিয়ে যান তিনি।

ইতিহাস গড়ার দিন কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শের জন্য ১২৫ বল মোকাবেলা করেন তিনি। ৫ চার ও ২ ছক্কা হাঁকান তিনি।

বিজয়ের হেট্রিক সেঞ্চুরিঃ

দলীয় ২০৪ রানে এশওয়ারান ৮৫ রানে ফিরে গেলেও সেঞ্চুরির হ্যাট্রিক তুলে নিয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয়। ১২৫ বলে ৫ চার এবং ২ ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি।

এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১২তম শতক। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সর্বাধিক শতক হাঁকানোর রেকর্ড তামিম ইকবালের। দেশ সেরা এ ওপেনারের দখলে ১৬টি শতক। তার পরবর্তী অবস্থানেই রয়েছেন বিজয়। ১০টি করে শতক হাঁকিয়ে এ তালিকার তিনে যৌথভাবে অবস্থান মুশফিকুর রহিম ও আশরাফুলের।

লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে শতক হাঁকানোর রেকর্ডটি ব্রায়ান লারা ও মাইক হাসির দখলে। ক্রিকেট ইতিহাসে ১৯৯৩-৯৪ মৌসুমে সর্বপ্রথম টানা পাঁচ ইনিংসে শতক হাঁকানোর কীর্তি গড়েছিলেনক্যারিবিয়ান ক্রিকেটার লারা। তার বছর দশেক পর এ রেকর্ডে ভাগ বসান অজি ক্রিকেটার হাসি। ২০০৩ মৌসুমে বাঁহাতি এ ব্যাটসম্যানও হাঁকিয়ে বসেন টানা পাঁচটি শতক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন