আগামী শনিবার (২৩ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিগত আসরের মত এবারও জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আসরে অংশ নেবেন সাকিব আল হাসান।
আইপিএলের মাঝপথেই দেশে ফিরবেন সাকিব,বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য মাত্রই সেরে উঠেছেন চোট থেকে। সেরে ওঠায় আইপিএলে অংশগ্রহণে তাকে বাধা দিচ্ছে না বোর্ড। ফিট সাকিব হয়ত সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ থেকেই দলের সাথে থাকবেন।
তবে বর্তমানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে- আইপিএলে কতদিন খেলবেন সাকিব?
দীর্ঘ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরগুলোর মধ্যে আইপিএলে অন্যতম। লোকসভা নির্বাচনের কারণে সূচি অন্যান্য বছরের তুলনায় কিছুটা এগিয়ে এলেও ২৩ মার্চ শুরু হতে যাওয়া আসর শেষ হবে ১২ মে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত (৫ মে) চলবে লিগ পর্বের খেলাই।
কিন্তু ২০ এপ্রিল ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সফর শেষে দল সরাসরি বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে যাবে বলে একে বলা যেতে পারে বিশ্বকাপের প্রস্তুতিই। আইপিএলে ব্যস্ত সাকিব কি তাহলে প্রস্তুতি ক্যাম্পে থাকবেন না? নাকি আইপিএলের মাঝপথেই ফিরবেন দেশে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সাকিব আইপিএল শেষ করে বা ‘বিদায়’ জানিয়ে কবে ক্যাম্পে যোগ দেবেন সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর।
তিনি বলেন, ‘সাকিব কবে দলের (বাংলাদেশ) সাথে যোগ দেবেন বা কোন সময়ে যোগ দেবেন সেটি টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট পরিচালনা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।’
সাকিব কবে ফিরবেন- এই প্রশ্নের উত্তরের মত সাকিব কবে আইপিএলে যোগ দেবেন তার উত্তরও জানা নেই বিসিবি সিইওর। তবে শীঘ্রই সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গী হবেন সাকিব, এমন প্রত্যাশা তার, ‘হয়তো শিগগিরই তিনি যাবেন। তিনি যে দলের হয়ে খেলছেন তাদের সঙ্গে যোগাযোগ করে হয়তো ঠিক করবেন কবে যাবেন।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন