শিরোনাম

প্রচ্ছদ /   দেখেনিন মিরাজের বউ এর ছবি যাকে বিয়ে করলেন

দেখেনিন মিরাজের বউ এর ছবি যাকে বিয়ে করলেন

Avatar

বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৯

প্রিন্ট করুন

বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিশ্বকাপের পর বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও বিশ্বকাপের আগেভাগেই বিয়ের কাজ সেরে ফেলছেন তিনি।

নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিয়ে নিয়ে তার পরিকল্পনা, সফর শেষে দেশে ফিরে আকদটা সেরে রাখবেন। এরপর বিশ্বকাপ শেষে ধুমধাম অনুষ্ঠন করে বিয়ে।

সে পরিকল্পনা প্রেক্ষিতে বৃহস্পতিবার শুভ কাজ সেরে ফেললেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী মিরাজ। খুলনায় নিজ এলাকাতে ঘরোয়াভাবে তার বিয়ের কাজ সম্পন্ন হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ।

এদিকে মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্‌দ হয়তো আজই সেরে রাখবেন। তাই তেমন কাউকে বলিনি তারা।

মেহেদি হাসান মিরাজের জন্ম ১৯৯৭ সালে খুলনায়। ২১ বছর বয়সী এ ক্রিকেটার জাতীয় দলে খেলছেন প্রায় তিন বছর। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ টেস্ট, ২৫ আন্তর্জাতিক ওয়ানডে আর ১৩ টি-২০।

এখন যেন বিয়ের মিছিল চলছে ক্রিকেটপাড়ায়। কিছুদিন আগে বিয়ে করেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন কাটার মাস্টার হিসেবে পরিচিত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার গ্রাম সাতক্ষীরাতেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে বিয়ে। পাত্রী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী। বিয়ে ঠিক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকেরও। এপ্রিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুমিনুল হক। পাত্রী ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

মুস্তাফিজের বধূর মর্যাদা পেতে যাচ্ছেন যিনি তার নাম জানা না গেলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া তিনি মুস্তাফিজের আত্মীয় হন বলেও খবর প্রচার করেছে একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন