শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে কারা সুযোগ পাবে সংবাদ সম্মেলনে জানিয়ে দিল বিসিবি

বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে কারা সুযোগ পাবে সংবাদ সম্মেলনে জানিয়ে দিল বিসিবি

Avatar

বুধবার, মার্চ ২০, ২০১৯

প্রিন্ট করুন

ক্রাইস্টচার্চের ঘটনায় এখনো বাকরুদ্ধ বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরেও রীতমত অসহায় ছিল বাংলাদেশের অবস্থা। তবে এখন পেছনে ফিরে তাকানো কিংবা শোককে বুকে নিয়ে বসে থাকার কোন সুযোগ নেই।কেননা, সামনেই অপেক্ষা করছে বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য দল তৈরি করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচকরা।

চারটি বছর পর” আবারো মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ! আর মাত্র ৯১দিন পরই ইংল্যান্ড ওয়েলসে বসবে” ওয়ার্ল্ড কাপ আসর। যেখানে অংশ নিবে, ১০ দেশের ১০ দল মাসখানেকের মধ্যেই ঘোষণা হবে” বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড।

বিশ্বকাপ সামনে রেখে! অনেক টাইগার ক্রিকেটারই, প্রস্তুত হচ্ছেন ইংল্যান্ডের বিমান ধরার জন্য….? কার থেকে কে ভালো পারফর্ম করতে পারে”” সেই নিয়ে লড়াই হচ্ছে জুনিয়রদের মধ্যে।যতটুকু শোনা যাচ্ছে” নিউজিল্যান্ডের সাথে খেলা ওয়ানডে দলটাই: ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা দিবে। শুধু ইনজুরি কাটিয়ে সাকিব ফিরলে” কপাল পুড়তে পারে একজনের…?

ওপেনিংয়ে তামিমের সাথে থাকছেন! নিউজিল্যান্ডের সাথে টেস্টে দুরন্ত শতক মারা” সৌম্য সরকার। ইংল্যান্ডে মতো কন্ডিশনে” বড় রান করার সামর্থ্য আছে সৌম্যর”” তামিমের সাথে বড় জুটিও বাধতে পারেন তিনি।তিনে থাকছেন ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরা সাকিব…? ফিরলেই তিন নম্বর পজিশনে” ব্যাট করার দায়িত্ব নিবেন! উইন্ডিজ সফর থেকেই: তিনে ব্যাটিং করছেন সাকিব„ সফলও হচ্ছেন প্রতিনিয়ত।

মিডল অর্ডারে আছেন” মুশফিক মিথুন! দু’জনেই দলের কঠিন বিপদের সময়” ব্যাট হাতে দলের দায়িত্ব সামলান…? দু’জনেই আছেন দারুণ ফর্মে! তাই মুশফিকের সাথে মিডল অর্ডার সামলাবেন মিথুন!

এই ব্যস্ততা ঠিক কতটা? নির্বাচক হাবিবুল বাশারের কথায় অন্তত তেমন কোন কঠিন কাজ বলে মনে হল না। কেননা, বিশ্বকাপের মত আসরে কোন পরীক্ষা নিরীক্ষায় যাবেনা বাংলাদেশ এমনটাই জানিয়েছেন নির্বাচক বাশার।

হাবিবুল বাশার জানান, দল প্রায় তৈরি হয়েই আছে। সব সময় যারা ধারাবাহিক ভাবে ভালো খেলেছে তারাই সুযোগ পাবে দলে। বিশ্বকাপের মত বড় মঞ্চে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। যারা গত দুই বছর ধারাবাহিক খেলছেন তারাই বিশ্বকাপ দলে থাকছেন।এটা থেকে হাবিবুল বাশার একটু ধারণা দিয়েই দিলেন কারা যাচ্ছে এবার বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হয়ে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন