বরাবর তারকা প্রথায় বিশ্বাসী নয় কলকাতা নাইট রাইডার্স৷ বরং অনামী ক্রিকেটারদের তারকা করে তোলায় নজর থাকে কিং খানের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স৷ ২০১৯ আইপিএলে তেমনই সংযতভাবে দল গুছিয়ে নিয়ে মাঠে নামছে নাইট শিবির৷
এবারের আইপিএল নিলামে মোট ৮ জন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা৷ ফলে রিটেন করা ১৩জন ক্রিকেটার মিলিয়ে কলকাতার স্কোয়াড দাঁড়ায় ২১ জনের৷
আইপিএলের এবারের আসরে কেকেআরের নতুন করে কেনা ক্রিকেটাররা হলেন, কার্লোস ব্রাথওয়েট, লোকি ফার্গুসন, হ্যারি গার্নি, জো ডেনলি, অ্যানরিচ নর্টজে, নিখিল নায়েক, পৃথ্বীরাজ ইয়ারা এবং শ্রীকান্ত মুন্ধে৷
রিটেন করা ক্রিকেটারদের মধ্যে দুই তরুণ পেসার কমলেশ নাগারকোটি ও শিবম মাভি চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে৷ নাগারকোটি গতবারও চোটের জন্য মাঠে নামতে পারেননি৷ তা সত্ত্বেও প্রতিভার কথা ভেবে তাঁকে ধরে রেখেছিল কেকেআর৷
এবার তাঁর খেলার সম্ভাবনা না থাকায় নাগারকোটির পরিবর্তে কেরলের পেসার সন্দীপ ওয়ারিয়রকে দলে নেয় কলকাতা৷ শেষ মুহূর্তে শিবম মাভিকে ছেড়ে দিয়ে বদলি হিসাবে কর্ণাটকের স্পিনার কেসি কারিয়াপ্পাকেও সই করায় কেকেআর৷ দ্বাদশ আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত স্কোয়াডে দেখে নেওয়া যাক।
ব্যাটসম্যান: ক্রিস লিন, নীতিশ রানা, শুভমন গিল, রিঙ্কু সিং, জো ডেনলি৷
উইকেটরক্ষক ও ব্যাটসম্যান:
দীনেশ কার্তিক (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, নিখিল নায়েক৷
অলরাউন্ডার:
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অ্যানরিচ নর্টজে, শ্রীকান্ত মুন্ধে, কার্লোস ব্রাথওয়েট৷
বোলার:
পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, কেসি কারিয়াপ্পা, সন্দীপ ওয়ারিয়র, লোকি ফার্গুসন, হেনরি গার্নি, পৃথ্বীরাজ ইয়ারা৷ ২৪ মার্চ কলকাতা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন