ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলছেল টাইগার দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এ দলের হয়ে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েছেন তিনি।
ডিপিএলে বর্তমানে আবাহনীর হয়ে ব্যাটিং ও বোলিং ঝালিয়ে নিচ্ছেন সাউফুদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশ দলেও জায়গা পেতে পারেন অলরাউন্ডার। কিন্তু ব্যাটিং অনুশীলনের সময় পিঠে ব্যথা পান। পরে মিরপুরের মাঠে তাকে হুইল চেয়ারে করে আসতে দেখা গেছে।
ইনজুরিতে পড়ায় চতুর্থ রাউন্ডে আবাহনীর হয়ে খেলবেন না সাইফুদ্দিন। ওয়ানডে ক্যারিয়ারে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এদিকে ব্যাট হাতেও সফল। একটি ফিফটিতে রান করেছেন ১৭৫ রান।
বিশ্বকাপের আগে সাইফুদ্দিনের ইনজুরি সমস্যা টাইগার শিবিরে আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। অপরদিকে মুশফিক ও তামিমেরও ইনজুরি সমস্যা রয়েছে।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। গত এক-দুই বছর যারা ধারাবাহিক ভালো খেলছেন, তারাই জায়গা করে নিচ্ছেন বিশ্বকাপ দলে। বিসিবি নির্বাচক হাবিবুল বাশারের চোখে বিশ্বকাপ ইতিহাসে এটাই হবে বাংলাদেশের সেরা দল।
কেন সেরা দল হবে, সেটির জোরালো যুক্তিই দিয়েছেন বিসিবি নির্বাচক, ‘বিশ্বকাপ আসে চার বছর পর পর। বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু। এ কারণে দল করতে গিয়ে আমাদের একটু বেশি চিন্তাভাবনা করতে হয়, একটু সময় নিতে হয়। পেছনের যত বিশ্বকাপ দেখেন, এ বছর আমরা সেরা দলটা নিয়েই যাচ্ছি।’
বাশার বলেন, দলে এত অভিজ্ঞ খেলোয়াড়, এত পারফরমার, আগে এতটা ছিল না। দলটা কেমন হবে, সেটা ঠিক হয়ে আছে। এর মধ্যে কেউ যদি দুর্দান্ত কিছু করে ফেলে, সেটা ভিন্ন কথা। তবে বিশ্বকাপের একটা সেটআপ তৈরি হয়েই আছে। এখন সবাই যেন ছন্দে আর সুস্থ থাকে।’
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ খেলতে গিয়েছিল তারুণ্যে ভর করে। সে দলে এমনও ক্রিকেটার ছিলেন, যারা নিজেদের দ্বিতীয় ওয়ানডে খেলেছেন বিশ্বকাপের বড় মঞ্চে গিয়ে। সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদের সঙ্গে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো অভিজ্ঞের দারুণ মিশেলে বাংলাদেশ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উঠেছিল কোয়ার্টার ফাইনালে। এবার তারুণ্য নয়, বাংলাদেশ যাবে অভিজ্ঞ সব ক্রিকেটার নিয়ে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন