শিরোনাম

প্রচ্ছদ /   আমার সাজানো একাদশই হবে বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশঃ কোচ রোডস

আমার সাজানো একাদশই হবে বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশঃ কোচ রোডস

Avatar

বুধবার, মার্চ ২০, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। প্রায় প্রতিটা দলের নির্বাচকরাই মনে মনে চূড়ান্ত করে রেখেছেন বিশ্বকাপের দল। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ডিপিএল ও আয়ারল্যান্ড সফর বাকি রইলেও নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্সেই মোটামুটিভাবে বিশ্বকাপ দল দাঁড় করানো হয়ে গেছে।

আর সেই বিবেচনা থেকেই জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের দাবি, ইতিহাসের সেরা দলটি নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। গত এক-দুই বছর যারা ধারাবাহিক ভালো খেলছেন, তারাই জায়গা করে নিচ্ছেন বিশ্বকাপ দলে। বিসিবি নির্বাচক হাবিবুল বাশারের চোখে বিশ্বকাপ ইতিহাসে এটাই হবে বাংলাদেশের সেরা দল।

বাশার মনে করেন, অভিজ্ঞতা ও পারফর্মারদের বিচারে এবারের বিশ্বকাপে আগের যেকোনো আসরের চেয়েও শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ। আর বিশ্বকাপকে খুব নিকটে রেখে সেই দলটিই প্রস্তুত করে রেখেছেন তারা।

তিনি বলেন, ‘পেছনের যত বিশ্বকাপ দেখেন এ বছর আমরা সেরা দলটা নিয়েই যাচ্ছি। এবার দল এত অভিজ্ঞ, যত পারফর্মার আছে আগে এত ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানেনই তো- একটা সেটআপ তো মাথায় রাখা আছে।’

বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট দুনিয়ার মত নির্বাচকরাও একে গ্রহণ করেন বিশেষভাবে। বাশার জানালেন, ‘বিশ্বকাপ চার বছর পর পর আসে। বিশ্বকাপ আমাদের কাছে বিশেষ উপলক্ষ।’

কেন সেরা দল হবে, সেটির জোরালো যুক্তিই দিয়েছেন বিসিবি নির্বাচক, ‘বিশ্বকাপ আসে চার বছর পর পর। বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু। এ কারণে দল করতে গিয়ে আমাদের একটু বেশি চিন্তাভাবনা করতে হয়, একটু সময় নিতে হয়। পেছনের যত বিশ্বকাপ দেখেন, এ বছর আমরা সেরা দলটা নিয়েই যাচ্ছি।’

বাশার বলেন, দলে এত অভিজ্ঞ খেলোয়াড়, এত পারফরমার, আগে এতটা ছিল না। দলটা কেমন হবে, সেটা ঠিক হয়ে আছে। এর মধ্যে কেউ যদি দুর্দান্ত কিছু করে ফেলে, সেটা ভিন্ন কথা। তবে বিশ্বকাপের একটা সেটআপ তৈরি হয়েই আছে। এখন সবাই যেন ছন্দে আর সুস্থ থাকে।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ খেলতে গিয়েছিল তারুণ্যে ভর করে। সে দলে এমনও ক্রিকেটার ছিলেন, যারা নিজেদের দ্বিতীয় ওয়ানডে খেলেছেন বিশ্বকাপের বড় মঞ্চে গিয়ে। সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদের সঙ্গে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো অভিজ্ঞের দারুণ মিশেলে বাংলাদেশ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উঠেছিল কোয়ার্টার ফাইনালে। এবার তারুণ্য নয়, বাংলাদেশ যাবে অভিজ্ঞ সব ক্রিকেটার নিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন