শিরোনাম

প্রচ্ছদ /   তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে টুইট করল আইসিসি

তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে টুইট করল আইসিসি

Avatar

বুধবার, মার্চ ২০, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান এর আজ ৩০ তম জন্মদিন। ১৯৮৯ সালে ২০ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তামিম ইকবাল খান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অর্ধেকেরও বেশি রেকর্ড এই ওপেনার এর দখলে। বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে টেস্ট এবং টি-টোয়েন্টি তিন বিভাগেই সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মালিক তামিম ইকবাল। এছাড়াও ২১ টি সেঞ্চুরি করেছেন তিনি।

ক্রিকেট দারুণ পছন্দ ড্যাসিং ওপেনার তামিম ইকবালের। টেস্ট ও টি-২০ নিয়মিত খেললেও ওয়ানডে খেলতেই বেশি ভালোবাসেন তিনি। এই ফরমেটে ৯ সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরি করেছেন দেশসেরা ওপেনার।

২০১৭ সালটা তামিমের জন্য ছিল খুই পয়মন্ত। সাফল্যময় এক বছর। ওয়ানডেতে তামিমের ক্যারিয়ার সেরা বছর এটি। ১০ বছরের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের সবচেয়ে বেশি গড় এবার। ১২ ম্যাচে তার গড় ছিল ৬৪.৬০। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য যা রীতিমতো ঈর্ষণীয়। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক বছরে আর কোনো ব্যাটসম্যানের এমন গড় ছিল কিনা! এই বছরে তামিম সেঞ্চুরি করেছেন দুটি, হাফ সেঞ্চুরি ৪টি।
তামিম ইকবাল বছরটা শুরুই করেছিলেন সেঞ্চুরি দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় ১২৭ রানের অসাধারণ ইনিংস। ১৪২ বলে ১৫ চার ও এক ছক্কা। সেই ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় পায় বাংলাদেশ। পিছিয়ে পড়েও তামিমের ব্যাটে ভর করে সিরিজে ড্র করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ সমতায় শেষ করে বাংলাদেশ।

তবে এই বছরে তামিমের ওয়ানডে সেরা ইনিংস নিশ্চয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে করা ১২৮ রানের ইনিংসটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্য ওভারে করা সেই ইনিংস হয়তো তামিমের ক্যারিয়ারেই অন্যতম সেরা। ড্যাসিং ওপেনার ৩টি ছক্কা ও ১২টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন।

ইংলিশ বোলার মঈন আলীর বলে দুই দুবার বল গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন। একবার মার্ক উডকে ছক্কা হাঁকিয়েছেন। ইংলিশরা তো রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল।

তামিম ইকবালের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোশ্যাল মিডিয়াতে তাদের দলকে শুভেচ্ছা জানাই আইসিসি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন