শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবকে দলে জায়গা দিতে নারাজ সানরাইজার্স

সাকিবকে দলে জায়গা দিতে নারাজ সানরাইজার্স

Avatar

সোমবার, মার্চ ১৮, ২০১৯

প্রিন্ট করুন

২৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের আগামী আসর। বাংলাদেশ থেকে এইবার শুধু সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে আইপিএল দিয়েই ফেরার কথা সাকিবের সব কিছু ঠিক থাকলে। গত আসরে হায়দ্রাবাদ একাদশের নিয়মিত সদস্য ছিলেন সাকিব আল হাসান। তবে এইবার তারকায় ভরপুর হায়দ্রবাদ দল।

দলে ফিরে এসেছেন নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাই অনেকের মনেই প্রশ্ন সাকিব যদি আইপিএল খেলেন নিয়মিত জায়গা পাবেন তো একাদশে এত তারকার ভীড়ে। কলকাতায় খেলার সময় একাধিকবার টিম কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে বেঞ্চে বসতে হতো। হায়দ্রবাদের একাদশে সাকিবের জায়গা হবে কিনা সম্প্রতি এর উত্তর দিয়েছেন হার্শা ভোগলে ক্রিকবাজের বিশেষ আইপিএল প্রিভিউতে।

হায়দ্রাবাদ দলের জন্য হার্শা দুইটি বিকল্প একাদশ চিন্তা করেছেন । হায়দ্রাবাদের স্কোয়াডে এবারের বিদেশীরা হচ্ছেন কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, রশিদ খান , জনি বেয়ার্স্টো, বিলি স্ট্যানলেক, মার্টিন গাপটিল ও সাকিব আল হাসান।

একটি একাদশে হার্শার পছন্দের চার বিদেশী হচ্ছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান ও জনি বেয়ার্স্টো। এই একাদশ ছাড়া হার্শা আরেকটি বিকল্প একাদশও দিয়েছেন। সেখানে হার্শা সাকিবকে রেখেছেন উইলিয়ামসনের বদলে ৩ এ। হার্শা বিকল্প হিসেবে মোহাম্মদ নবীর কথাও বলেছেন। বিগ ব্যাশে সম্প্রতি নবীর পারফরম্যান্সে মুগ্ধ হার্শা, তাই নবীকেও সাতে খেলানোর জন্য বিবেচনা করতে চান হার্শা ভোগলে।

হার্শার উভয় একাদশেই যেই তিনজন বিদেশী রয়েছেন তারা হলেন ডেভিড ওয়ার্নার, রশিদ খান ও জনি বেয়ার্স্টো। তিনজনই টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের যে কোন একাদশে জায়গা পাওয়ার মত খেলোয়াড়। শুধু চতুর্থ বিদেশীর জায়গা নিয়েই হার্শা কিছুটা দ্বিধান্বিত। তবে তার মতে গত সিজনে অসাধারণ ব্যাটিং ও অধিনায়কত্বের ফলে উইলিয়ামসনকে একাদশ থেকে বাদ দেওয়া বেশ কঠিন হবে হায়দ্রাবাদের জন্য। তখন হয়তো বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক সাকিবকে বসতে হতে পারে।

সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে সাকিবের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ইনজুরি কাটিয়ে সাকিব শুরু থেকেই হায়দ্রাবাদের হয়ে খেলবেন নাকি পরবর্তীতে যোগ দিবেন তা জানা যাবে শীঘ্রই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন