রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ করেছে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ব্যপক অবনতি হয়েছে টাইগার ব্যাটসম্যান তামিম ইকবালের। তিনি ৫ ধাপ নিচে নেমে গেছেন।র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান বর্তমানে ১৯ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তামিম। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে ১০ রান।
র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে আরেক টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহীমেরও। তিনি ৪ ধাপ নিচে নেমেছেন। তাঁর অবস্থান ১৮ নম্বরে। ওয়ানডে সিরিজে তাঁর রান যথাক্রমে ৫, ২৪ ও ১৭।
এদিকে, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে দারুণ অবদান রেখেছেন ডি কক।
৫ ম্যাচের সিরিজে ১ শতক ও ৩ অর্ধশতকে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৫৩ রান। র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। তিনি ব্যাট হাতে করেছেন ২৭২ রান।তিনি পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে পেছনে ফেলে ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করেছে ভারতীয় দলপতি ভিরাট কোহলি ও রোহিত শর্মা।
কোহলি সদ্য শেষ হওয়া সিরিজে ৩১০ করেছেন। তিনি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর রোহিত শর্মা ২০২ রান করেছেন অজিদের বিপক্ষে সিরিজে। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন