ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাতিল হয়েছে তৃতীয় টেস্ট। আজকেই দেশে ফিরবে বাংলাদেশ দল। আজ নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশের পথে রওনা দিয়েছেন ক্রিকেটাররা। আর বাংলাদেশ সময় রাত ১০.৪০ মিনিটে ঢাকায় পৌছাবেন তারা।
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত ৪৯ জনের নিহত হওয়ার খবর দিয়েছে সেখানকার পুলিশ। এরমধ্যে আছেন দুজন বাংলাদেশিও। দুই মসজিদের মধ্যে হেগলি ওভাল মাঠের কাছের মসজিদের জুম্মার নামাজ পড়তে গিয়েছিল বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। কিন্তু মসজিদের প্রবেশের আগেই তারা সেখানে গোলাগুলির খবর পান।
শনিবার (১৬ মার্চ) শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট। কিন্তু ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ওই গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৪৯ জনের, অনেকেই আহত। আর ৩-৪ মিনিট আগে মসজিদে পৌঁছলে খারাপ কিছু ঘটে যেতো তামিম, মুশফিকদের সঙ্গেও। সৃষ্টিকর্তার দয়ায় তারা বেঁচে গেছেন।
পরে অল্পের জন্য নিজেদের রক্ষা করে হোটেলে ফেরেন তারা। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবেই বাতিল হয়ে যায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট।বিসিবি প্রধান জানান সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটারদের দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
সঙ্গত, হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে মসজিদে ঢোকার মুখে অজ্ঞাত এক নারীর কাছ থেকে হামলার সতর্কবার্তা পেয়ে কোনোরকমে বেঁচে ফিরেছেন তামিম, মিরাজ, তাইজুলরা।
পরে শুরুতে ঘটনাস্থল থেকে অদূরবর্তী হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিজেদের টিম হোটেলে ফিরে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তারা শুরুতেই জানিয়ে দেন যত দ্রুত সম্ভব দেশে ফেরার ইচ্ছা। কেননা এমন এক ঘটনার সাক্ষী হওয়ার পর ক্রিকেট খেলার মানসিক অবস্থায় নেই কেউই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন