ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় শোকে আছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কার দুই তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও ছুঁয়ে গিয়েছে এই ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের শোকের কথা জানিয়েছেন তাঁরা। বাংলাদেশ দল নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন লঙ্কান অলরাউন্ডার ম্যাথিউস। নিজের অফিসিয়াল টুইটার পেইজে তিনি লিখেছেন,
‘নিউজিল্যান্ডে হত্যাকান্ডের কথা শুনে আমি হতবিহবল। ক্ষতিগ্রস্তদের জন্য ভালোবাসা ও প্রার্থনা। শুনে খুশি হলাম যে বাংলাদেশ দল নিরাপদে আছে।’লঙ্কান কিংবদন্তী ক্রিকেটার সাঙ্গাকারা অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানিয়েছেন নিহত মানুষদের। পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টুইট বার্তায় তিনি লিখেছেন,
‘ক্রাইস্টচার্চে গোলাগুলির কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি শোক ও সমবেদনা। দুঃখজনক এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ভালোবাসা ও প্রার্থনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা রইলো।’আইসিসিকে কড়া সতর্ক বার্তা দিয়ে বলেন নিরাপত্তা না দিতে পারলে সিরিজ আয়োজন করবেন নাহ।
উল্লেখ্য সন্ত্রাসী হামলার কারণে এরই মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটি বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
Shocked to hear about the shootings in Christchurch. My heartfelt sympathies and condolences to the families who have lost loved ones. Thoughts prayers and love with all the people affected by this tragic incident. Wishing the injured a full and speedy recovery.
— Kumar Sangakkara (@KumarSanga2) March 15, 2019
Schocked to hear about the new Zealand massacre.Thoughts and prayers with all those who are affected,relieved to hear the @BCBtigers are safe #christchurchshooting
— Angelo Mathews (@Angelo69Mathews) March 15, 2019
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন