নিউজিল্যান্ডে যখন জুমার সময় তখন বাংলাদেশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তি কাটাতে হয়তো একটু বেশিই বিছানায় ছিলেন। কিন্তু ভয়ানক এক ঘটনায় সবার নিদ্রাই যে গেছে উড়ে। ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল খানের ক্ষেত্রেও।দলের সিনিয়র খেলোয়াড় তিনি। ধর্মপ্রাণও। তাই যে মাঠে খেলা তার পাশের মসজিদে হামলার খবর শুনে ভীষণ মুষড়ে গিয়েছিলেন আয়েশা। জানেন তামিম নামাজ আদায় করতে যাবেনই। গিয়েছেনও।
নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের ডিনস ইভে মসজিদ আল নুরে অজ্ঞাত বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এমন সন্ত্রাসী হামলায় নিউজিল্যান্ডকে নিন্দা জানিয়েছে ক্রিকেট বিশ্ব। সেই সাথে স্বস্তি প্রকাশ করেছে টাইগাররা নিরাপদে থাকায়।
এদিকে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় আহত এক ব্যক্তির ছবি দিয়ে ফেসবুকে রুবেল লিখেন’ ছবিতে জঙ্গী হামলার শিকার এক মুসলিম আঙ্গুল দিয়ে কালিমার সাক্ষ্য দিচ্ছেন। তোমাদের বুলেট কখনোই এই কালিমা থেকে আমাদের মুসলিমদের দূরে সরাতে পারবে না। মুখে উচ্চারণ করতে না পারলেও আঙুল উঁচিয়ে সাক্ষ্য দিয়ে যাবো।’
ছবিটিতে দেখা যায়, আহত এক ব্যক্তিকে স্ট্রেচারে করে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন সেই ব্যক্তি শাহাদত আঙুল দিয়ে এক আল্লাহর সাক্ষ্য প্রদান করছেন।
শুক্রবার হওয়ায় স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু মসজিদে ঢুকতে গেলে রক্তাক্ত এক মহিলা তাদের নিষেধ করেন।ক্রিকেটারদের আর কিছু বুঝার বাকি ছিলো না।খুব দ্রুতই জায়গা ছাড়েন তামিমরা।মূলত সামরিক বাহিনীর পোশাক পড়ে এসে এক ব্যক্তি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে আল নূর মসজিদে মুসল্লিদের ওপর এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ হামলায় ২ জন বাংলাদেশিসহ ৪০ জন প্রাণ হারিয়েছেন।গুরুতর আহত হয়েছেন ২০ জন।
বাংলাদেশি দুজন হলেন কৃষিবিদ ড. সামাদ ও হোসনে আরা সরিফ।ভয়াবহ এই ঘটনার পর ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ক্রাইস্টচার্চ টেস্ট। বাংলাদেশ দলকেও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছেশনিবারের ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ৫-৬ মিনিট দেরি না হলে হামলার সময় ঠিক ঘটনাস্থলেই উপস্থিত থাকতেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঘটতে পারত কল্পনাতীত ভয়াবহ কোনো ঘটনা।
এদিকে টিভির পর্দায় এ হামলার খবর পেয়ে দেশে বসে মুষড়ে পড়েছিলেন দলের অন্যতম সিনিয়র সদস্য তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। দেখেছেন স্বামীর টুইটও।যেখানে তামিম লিখে ছিলেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’এদিকে এ ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন নিজের স্বামী ও তার সতীর্থদের জন্য।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন