আজ শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের জুমার নামাজের সময় এক সন্ত্রাসী এই হামলা চালায়। হামলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐ মসজিদটিতেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন। মুশফিকুর রহিম এক বার্তায় জানিয়েছেন তারা সকলেই নিরাপদে আছেন।
আমরা খুবই ভাগ্যবান ছিলাম: মুশফিক।নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটের মসজিদে গুলিবর্ষণ হয়। তখন অন্যান্য মুসল্লিদের সাথে বাংলাদেশের ক্রিকেটাররাও সেই মসজিদের খুবই নিকটেই ছিলেন। মসজিদে হঠাৎ এই হামলায় এখন পর্যন্ত ৬ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে প্রায় ২০ থেকে ৩০ জন।
তবে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদের স্থান ত্যাগ করতে পেরেছেন। তারা সকলেই নিরাপদের আছেন জানিয়ে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার বার্তায় বলেছেন-
‘ক্রাইস্টচার্চের মসজিদে আজ গোলাগুলির মুহূর্তে মহান আল্লাহ আমাদের নিরাপদ রেখেছেন। আমরা খুবই ভাগ্যবান ছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা দুর্ঘটনাস্থলের খুব কাছেই ছিলাম। আর কখনো এমন দুর্ঘটনার মুখোমুখি হতে চায় না। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
বাংলাদেশের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের আগে গুলির শব্দ শুনে ফিরে আসেন। নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মসজিদের আশেপাশের ২ কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে এবং পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখার দাবি জানিয়েছে।
মুসলিম খেলোয়াড়দের সঙ্গ দিতে মসজিদের দিকে যাচ্ছিলেন সৌম্য সরকার, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসও। হামলার ব্যাপারটি টের পেলে দ্রুত সবাই ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলার পর ক্রাইস্টচার্চ টেস্ট যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে। তবে শেষ টেস্ট মাঠে গড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ক্রিকেট।
প্রসঙ্গত, আগামীকাল নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। সময় ভোর চারটায়। এই টেস্টে একাদশে ফিরতে পারেন চোটাঘাতে প্রথম টেস্ট খেলতে না পারা মুশফিকুর রহিম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন