মিরপুরের হোম অফ ক্রিকেটে চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী লিমিটেড। এদিন প্রথমে ব্যাট করে সাইফুদ্দিন-মোসাদ্দেকের ফিফটিতে ২৩৬ রানের পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়ন।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি আবাহনীর। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার জাহিদ জাভেদ। তিন নম্বরে নামা ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফরও দ্রুত বিদায় নেন এরপর।
১২তম ওভারে তাঁকে সাজঘরে পাঠান ব্রাদার্সের ভারতীয় রিক্রুট চিরাগ জানি। এর দুই ওভার পর আরেক ওপেনার জহুরুল ইসলাম অমিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন পেসার ব্রাদার্স পেসার মেহেদি হাসান।
৫৬ রানে ৩ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত এবং মোসাদ্দেক হোসেন সৈকত মিলে হাল ধরেন আবাহনীর পক্ষে। ধীরগতিতে ব্যাট করলেও দলের পক্ষে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন তাঁরা।
ব্যক্তিগত ৪৪ রানে নাঈম ইসলাম জুনিয়রকে উইকেট ছুঁড়ে দেন শান্ত। তাঁর বিদায় নেয়ার খানিক পরই ব্যক্তিগত ১৩ রানে শরিফুল্লাহর বলে লেগ বিফরের ফাঁদে পড়েন সাব্বির।
দ্রুত দুই উইকেট হারালেও ফিফটি তুলে নেন অধিনায়ক মোসাদ্দেক। ৫৪ রানে তিনিও নাঈম ইসলামকে উইকেট ছুঁড়ে দেন। মোসাদ্দেক বিদায় নিলেও সাইফুদ্দিনকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক মাশরাফি।
শেষ ৩২ বলে ৬২ রান যোগ করেন এই দুজন। ব্রাদার্সের বোলারদের বিপক্ষে হাত খুলে খেলে ফিফটি তুলে নেন সাইফুদ্দিন। ৪৫ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন আর মাশরাফি করেন ১৫ বলে ৩৯।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনী ২৩৬/৬ (৫০ ওভার)
(সাইফুদ্দিন ৫৯*, মোসাদ্দেক ৫৪) (নাঈম ইসলাম ২/২৮)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন