শিরোনাম

প্রচ্ছদ /   সিঙ্গাপুরে যাবার পথে কান্নামুখে যে স্ট্যাটাস দিল মোশারফ রুবেল

সিঙ্গাপুরে যাবার পথে কান্নামুখে যে স্ট্যাটাস দিল মোশারফ রুবেল

Avatar

বুধবার, মার্চ ১৩, ২০১৯

প্রিন্ট করুন

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ)। মঙ্গলবার নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানান রুবেল নিজেই।

৩৭ বছর বয়সী বাঁহাতি এই ক্রিকেটার গত সপ্তাহে জানতে পারেন তার এই অসুস্থতা সম্পর্কে। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্টও (সাক্ষাতের নির্ধারিত সময়) ঠিক করেছেন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত। আর তার এই দুঃসংবাদ শুনেই তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এর জন্য সবার প্রতিই এখন কৃতজ্ঞ রুবেল।

এদিকে ব্রেইন টিউমারের অস্ত্রোপচার করাতে আগামীকাল ১৪ মার্চ বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন বাঁহাতি এই স্পিনার। গতকাল মঙ্গলবার সোশাল মিডিয়া ফেসবুকে আবেগাপ্লুত স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তার সেই পোস্টটি এখানে তুলে ধরা হলোঃ- ‘সকল প্রিয়, অস্ত্রোপচার করাতে আগামী পরশু আমি সিঙ্গাপুর যাচ্ছি, ইনশাআল্লাহ। সব ফোন কল ধরাটা কঠিন। এ কারণে আমি দুঃখিত। শুধু একটা কথা বলতে চাই- আমি যে সবার কাছ থেকে দোয়া আর ভালোবাসা পেয়েছি, সে কারণে আমি আপ্লুত। চিরঋণী হয়ে গেলাম। কীভাবে এই ঋণ শোধ করব জানি না।’

‘শুধু ছোট্ট ধন্যবাদ দিতে চাই সাকিব, তামিম, ম্যাশ, রিয়াদ, বিজয়, রিংকু, তারেক ভাই, এনাম, রাজ্জাক, মার্শাল, সোহান, শুভ, হুমায়ুন, শাহিন, দিহান, শাহ আলম ভাই, আকরাম ভাই, সুমন ভাই, দুর্জয় ভাই, নান্নু ভাই, সুজন ভাই, শোভন ভাই, মঞ্জু ভাই, হাসান ভাই, দেবু দা, এনাম ভাই, নাফিজা আপু, সালাউদ্দিন স্যার, ইমরান স্যার, ফাহিম স্যার, বাবু ভাই, হৃদয়, আমার পরিবার, আমার স্ত্রীর পরিবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, গাজী গ্রুপ, ওয়ালটন, ব্যাংক এশিয়া, জাহিদ চৌধুরী, মিনহাজ, শাহিন ভাই, শাকিল, বিকেএসপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং অবশ্যই আমার ছেলে ম্যাক্সওয়েলকে।’

‘হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ নাম মিস হয়ে গেছে। সারাদিন লিখলেও হয়তো শেষ করা যাবে না। সবার দোয়ায় ইনশা আল্লাহ আবার সবার মাঝে ফিরে আসব। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমার ভালোবাসা জানাই।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন