শিরোনাম

প্রচ্ছদ /   ইসলামে আপনাকে অভিনন্দন দাউদ ওয়ার্নার

ইসলামে আপনাকে অভিনন্দন দাউদ ওয়ার্নার

Avatar

বুধবার, মার্চ ১৩, ২০১৯

প্রিন্ট করুন

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ডেভিড ওয়ার্নার আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে নামবেন এবার। গত কয়েক আসরের মতো এবারো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন ওয়ার্নার। নেতৃত্বভারও থাকবে তার ওপর।এদিকে টুর্নামেন্ট শুরুর খেলার আগে চমক নিয়ে এলেন তিনি। দাড়িতে নতুন কাট দিয়েছেন ওয়ার্নার। ঠিক কাটও বলা যায় না, দাড়ি রেখে দিয়েছেন তিনি। মুখভর্তি দাড়িতে দেখা গেল অজি এই ব্যাটসম্যানকে।

সম্প্রতি ওয়ার্নারের একটি ছবি সামাজিক যোগাযোমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যে ছবিটি দেখলে প্রথমে বোঝার উপায় নেই, তিনি ডেভিড ওয়ার্নার। দাড়ি রাখলেও গোফ ছেটেছেন। সব মিলিয়ে নতুন রূপে দেখা যাচ্ছে তাকে। ওয়ার্নারকে এই রূপে দেখে অনেকে অনেক ধরনের মজা করছেন।

ফেসবুকে এই ছবির নিচে একজন কমেন্ট করেছেন, ‘ডেভিড উল হক।’ আরেকজন লিখেছেন ‘ওয়েলকাম টু ইসলাম দাউদ ওয়ার্নার।’ কেউ আবার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তার নতুন লুকের ব্যাপারটি মিলিয়েছেন।সানরাইজার্স হায়দরাবাদের একটি প্রমোশনাল ভিডিওতেও ওয়ার্নারের মুখভর্তি দাড়ি দেখা গেছে।

ভিডিওটিতে ওয়ার্নার বলেন, ‘সবাই কেমন আছেন, আমি ডেভিড ওয়ার্নার। অরেঞ্জ আর্মির সকল ভক্তের জন্য আমার কাছে একটি স্পেশাল ম্যাসেজ আছে। গত কয়েক বছরে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। সময় এসেছে আমাদের বিশ্বস্ত ভক্তদের কিছু দেওয়ার। ঘরের মাঠে আমাদের প্রথম খেলায় ২৫ হাজার সিট রাখা হবে, যার প্রতি টিকিটের মূল্য মাত্র ৫০০ রুপি।’

উল্লেখ্য, ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ আইপিএলের শিরোপা জেতে সানরাইজার্স। শিরোপা জয়ের পথে নেতার মতোই খেলেন তিনি। ১৭ ম্যাচে ৬০.৫৭ গড়ে ৮৪৮ রান করেন বাঁহাতি এই ওপেনার। তার পুরো আইপিএল অভিজ্ঞতাও দারুণ। ভারতের জমজমাট এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ১১৪টি ম্যাচে ৪০.৫৪ গড়ে ৪০১৪ রান করেছেন অজি এই ব্যাটসম্যান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন