শিরোনাম

প্রচ্ছদ /   কে এই ফারিয়া যাকে বিয়ে করতে যাচ্ছে মুমিনুল

কে এই ফারিয়া যাকে বিয়ে করতে যাচ্ছে মুমিনুল

Avatar

বুধবার, মার্চ ১৩, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ দলের স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হকের সঙ্গে এখন থেকে পাঁচ বছর আগে ঘটনা চক্রে পরিচয় হয় এক মেয়ের। তখন হয়ত ক্লাশ নাইন বা টেনে পড়তেন ওই মেয়ের। প্রথম দেখাতেই তাকে মনে ধরে যায় তার। সেই থেকেই চলছে তাদের বন্ধুত্ব। বিয়ের মাধ্যমে এ বন্ধুত্বের পরিসমাপ্তি চান দু’জনে।

বিয়ে করছেন টাইগার টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত ব্যাটসম্যান মুমিনুল হক। পাত্রী ফারিহা তারই পছন্দের। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। দুই পরিবারের সম্মতিতে আপাতত তাদের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। তবে বাকি কাজটা সারতে একটু সময় নিতে চান টাইগার এই তারকা ব্যাটসম্যান।

দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালকে এনগেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন মুমিনুল নিজেই। তিনি বলেন, ‘বিয়ে তো করতেই হবে। ভাবছি ২০২০ সালেই বিয়ে করে ফেলবো। কিছুদিন আগেই এনগেজমেন্ট হয়েছে।’পাত্রীর বিষয়ে মুমিনুল বলেন, ‘আমিই পছন্দ করেছি। পরে পরিবার থেকে সব কিছু ঠিক হয়েছে। আগেই সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি।’

সেই পরিচয়টা কি খেলার মাঠ কেন্দ্রিক? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের তারকা এই ক্রিকেটার বলেন, ‘ঠিক মনে নেই।’ তাহলে কি ফেসবুকে? না ভাই আমি তো ফেসবুক ব্যবহার করি না। এসব বিষয় এখন থাক।’ সৌরভ এবং ফারিহার সম্পর্কের বিষয়টি উভয় পরিবারই টুকটাক জানত। এখন হয়ত ভালো করেই জানে। দু’জনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তাদের পছন্দের কথা চিন্তা করে উভয় পরিবার আলোচনাও করছে।

মমিনুল নিজেই জানালেন, ‘বিয়ে শাদি কিছু হয়নি। আলোচনা চলতেছে। বিষয়টা কনফার্ম হলেই আপনারা জানতে পারবেন। তার আগে এখনই কিছু বলতে চাই না। নিশ্চিত হলে তারপর সবই খুলে বলব।’

কক্সবাজারে জন্ম নেয়া মমিনুল হকের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১২ সালের মার্চে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ২৭ টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১২ ফিফটিতে ৪৬.৮২ গড়ে দুই হাজার ১৫৪ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২৬ ম্যাচে করেছেন ৫৪৩ রান।

মমিনুলই বাংলাদেশ দেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে পরপর সেঞ্চুরি করেন। টেস্ট ক্রিকেটে ধারবাহিক খেলে যাওয়া ২৬ বছর বয়সী এই ক্রিকেটার এখন নিজের দ্বিতীয় ইনিংস গড়ার অপেক্ষায় প্রহর গুনছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন