শিরোনাম

প্রচ্ছদ /   ৩য় টেস্টের একাদশে তিন পরিবর্তন যে ১১ জনকে দলে নিতে চান স্টিভ রোডস

৩য় টেস্টের একাদশে তিন পরিবর্তন যে ১১ জনকে দলে নিতে চান স্টিভ রোডস

Avatar

বুধবার, মার্চ ১৩, ২০১৯

প্রিন্ট করুন

ওয়েলিংটন টেস্টে ইনিংস হারের পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ব্যাটসম্যানদের ব্যর্থতাকে। টেস্ট ড্র করার বড় সুযোগ থাকলেও শেষ দিন এসে ইনিংস ব্যবধানে হারার পর ব্যাটসম্যানদের মানসিকতাকেই দুষছেন তিনি। ক্রিজে থাকা অবস্থায় দলের ব্যাটসম্যানরা দুই ধরণের মানসিকতায় ব্যাট করেছেন বলে তাঁর ধারণা।

ম্যাচ হারলেও প্রথম ইনিংসে তামিম এবং সাদমানের ব্যাটে ভালো সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরবর্তীতে নিউজিল্যান্ডের পেসারদের তোপে ভালো শুরুটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসেও একই ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের ব্যাটসম্যানরা। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের সাহস নিয়ে ব্যাট করা উচিৎ ছিল বলে মনে করছেন রিয়াদ।

‘আমার মনে হয় ব্যাটসম্যানদেরই দায়টা নেওয়া উচিত। কারণ আমরা প্রায় আড়াই দিনে দুই ইনিংসে গুটিয়ে গেছি। আসলে আমাদের দুই ধরনের মানসিকতা থাকায় এই অবস্থা দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে তামিম ও সাদমান আমাদের ভালো শুরু এনে দিয়েছিলো।

‘এমনকি ওয়াগনার বাউন্সার নিয়ে আক্রমণ করলেও তাকে সামাল দিয়ে খেলেছি। কিন্তু পরে আমরা নিজেরাই সুযোগ নিতে পারিনি। আমাদের আরও লম্বা সময় ধরে বুক চিতিয়ে ব্যাট করার দরকার ছিল। বেশির ভাগ ব্যাটসম্যান দায়সাড়া গোছের শট খেলেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। আমরা দুই ধরনের মানসিকতায় চলছিলাম- শট খেলবো কি খেলবো না।’

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরকেও আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াদ। ম্যাচে ভালো বোলিং করলেও ওভার প্রতি তাঁরা অনেক বেশী রান দিয়েছেন। তার কথায়,

‘আবু জায়েদ, মোস্তাফিজ ও তাইজুল ভালো বল করলেও গড় প্রতি ৫ রান করে দিয়েছে। তাই আমাদের শেষ ম্যাচে ভালো বোলিং করার প্রতি মনোযোগ দিতে হবে।’

এদিকে তৃতিয় ম্যাচেই ইনজুরি থেকে ফিরছেন টেস্ট তারকা মুশফিকুর রহিম একথা নিশ্চিত করেছে বিসিবি চিকিৎসক।এদিকে লিটন দাস রয়েছেন বিতর্কিত খেলোয়ার হিসেবে, সবাই মনে করছেন ৩য় ম্যাচে লিটন দাসের পরিবর্তে মুশফিকপকে দেখা যাবে উইকেট কিপারের ভুমিকায়।

বাংলাদেশ একাদশঃ তামিম,সৌম্য,মুশফিক,মাহমুদুল্লাহ,সাদমান,মুমিনুল,মিথুন,তাইজুল/মিরাজ,মুস্তাফিজ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন