জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবিউল ইসলামকে (শিবলু) ৩ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা। অসদাচরণের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির চেয়ারম্যান অনিন্দিতা রায় স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রবিউলকে নিষিদ্ধ করার কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ৫ মার্চ ক্রিকেট সাব কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুসারে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট কার্যক্রম এবং অন্যান্য সব রকমের ক্রীড়া কার্যক্রম থেকে আগামী তিন বছরের জন্য শেখ রবিউল ইসলাম শিবলুকে বহিষ্কার করা হয়েছে। এই তিন বছর তিনি খেলোয়াড়, টিম ম্যানেজার কিংবা কোচ কোনো ভূমিকায় দায়িত্ব পালন করতে পারবেন না।
রবিউলের বিরুদ্ধে অভিযোগ- চলতি মৌসুমে সাতক্ষীরা জেলা দলে ডাক পাননি বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন রবিউল। দলে জায়গা না পাওয়ায় জেলা ক্রীড়া সংস্থার কর্তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। শুধু তা-ই নয়। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কর্মরত পিচ কিউরেটরের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেছেন বলে জানা গেছে।
রবিউলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলে তাকে কয়েক দফায় সতর্ক করা হয়। তবে তাতেও লাভ হয়নি। অসদাচরণ অব্যাহত থাকলে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। গত ২৫ ফেব্রুয়ারি দেওয়া কারণ দর্শানোর নোটিশে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কারণ দর্শাতে বলা হলেও রবিউলের কাছ থেকে যথাযথ সাড়া পাওয়া যায়নি, যার ধারাবাহিকতায় এবার তাকে নিষিদ্ধ করা হল।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাত্র কিছুদিন আগে। গত ১৯ ফেব্রুয়ারি তিনি বিডিক্রিকটাইমকে জানান, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অবসরের কয়েকদিনের মাথায়ই নেতিবাচক খবরের শিরোনাম হওয়া তার জন্য দুঃসংবাদই।
প্রসঙ্গত, ৩২ বছর বয়সী রবিউল বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে ৯টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন