শিরোনাম

প্রচ্ছদ /   কঠিন কিন্তু এক শর্তে জয় সম্ভবঃ তামিম

কঠিন কিন্তু এক শর্তে জয় সম্ভবঃ তামিম

Avatar

সোমবার, মার্চ ১১, ২০১৯

প্রিন্ট করুন

ওয়েলিংটন টেস্টে ড্র করার আশা হারাচ্ছে না তামিম ইকবাল। প্রথম ইনিংসে ২১১ রানে অল আউট হওয়ার পর রস টেইলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকলসের সেঞ্চুরিতে ৪৩২/৬ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

পিছিয়ে থেকে চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ৮০ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। টেস্টের পঞ্চম দিন ১৪১ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে বাংলাদেশ।

উইকেটে থাকা মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের পর মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাসে আস্থা রাখছেন তামিম। ‘অবশ্যই কঠিন। তবে ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব যেহেতু ৭ উইকেট আছে। রিয়াদ ভাই লিটন ভাই আছে।’

‘প্রথম সেশনে যদি উইকেট না হারাই বা বড়জোড় ১ উইকেট হারাই। এটা কঠিন তবে অসম্ভব নয়। আশা তো সবারই একটাই ব্যাট করা। যদি আজ অন্তত ১টা উইকেট পড়ত তাহলে ভালো অবস্থানে থাকতাম ড্র করতে। যেহেতু ৩ উইকেট পড়ে গেছে, অনেক দূর যেতে হবে। কঠিন, তবে অসম্ভব নয়।’

প্রথম ইনিংসের ব্যর্থতার কারণে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে এসে ম্যাচ বাঁচানোর লড়াই করতে হচ্ছে। উইকেট পেস বোলারদের স্বর্গ হিসেবে আচরণ করলেও ক্ষীণ আশা জমাট বাঁধছে তামিমের মনে। তবে প্রথম দুই দিন খেলা না হওয়ার পর ওয়েলিংটন টেস্ট ড্র করতে না পারলে আঘাত পাবেন তামিম।

ছবি সূত্রঃ বিসিবি

‘এখানে ব্যাটিং করা সহজ নয়। প্রথম ইনিংসে আরও ভালো করার সুযোগ ছিল। আমরা ভালো শুরু পেয়েছিলাম। তবে এখানে বোলারদের অনেক কিছু আছে। উইকেট সেভাবেই তৈরি করা হয়েছে।

‘যদি আমরা টিকে থাকতে পারি। খারাপ তো লাগবেই লুকানোর কিছু নেই। প্রথম দুই দিন খেলা হয়নি, তিন দিনে ফল আমাদের বিপক্ষে অবশ্যই খারাপ লাগবে। যদি বলি, লাগবে না, ভুল বলছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন