কিউই কাপ্তান কেন উইলিয়ামসনের স্ক্যান করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাঁধের ইনজুরির কারণে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন নি তিনি।
টেস্টের তৃতীয় দিন গালি অঞ্চলে ফিল্ডিং করতে গিয়ে বাম কাঁধে আঘাত পান উইলিয়ামসন। চতুর্থ দিনের প্রথম সকালে ব্যাটিংয়ের সময়ও ব্যথা অনুভব করেন তিনি। কয়েকবার ফিজিও’র পরিচর্যা নিতে হয় তাকে।
ব্যথা নিয়েই তিন ঘণ্টা ব্যাট করে ৭৪ রান করেছেন উইলিয়ামসন। রস টেইলরের সাথে তৃতীয় উইকেট জুটিতে ১৭২ রান যোগ করেন তিনি।টেইলর পরবর্তীতে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ও নিউজিল্যান্ড ৪৩২/৬ রানে ইনিংস ঘোষণা করেন। বাংলাদেশ এর আগে ২১১ রান করেছিল তাদের প্রথম ইনিংসে।
উইলিয়ামসন মাঠে না থাকায় নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন পেসার টিম সাউদি। উইলিয়ামসনের বদলী হিসেবে ফিল্ডিং করেছিলেন পিটার বোকক।ম্যাচের ১৬ তারিখ তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন