দারুণ সম্ভাবনা এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটে কিন্তু হারিয়ে গেলেন কিছুদিনেই। তাহলে কি তুষার ইমরান, শাহরিয়ার নাফিসদের পথেই হাটছেন এনামুল হক বিজয়…!
এক ইঞ্জুরি যেন এনামুল এর ক্যারিয়ার নস্ট করে দিলো। ২০১২ তে জাতীয় দলে অভিষেক হওয়ার মোটামুটি ভালো ভাবেই এগিয়ে আসছিলেন বিজয়। সহজেই ২০১৫ বিশ্বকাপে জায়গা করে নিলো এনামুল। এমন ধারাবাহিক পারফর্ম করার পর ইঞ্জুরিটাই ছিলো তার ক্যারিয়ারের ধাক্কা। বিশ্বকাপে স্কটল্যান্ড এর সাথে লং অন ফিল্ডিং করতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ বাদ হয়ে যায় এনামুলের। এই ইঞ্জুরিটাই যেনো তার ক্যারিয়ারটা বরবাদ হয়ে গেলো।
টি-২০ ফরম্যাট শেষ জিম্বাবুয়ের এর সাথে সুযোগ পেয়ে ৪৭ রান করলেও পরবর্তীতে আর দেখা যায় নি এই ডান হাতী উইকেট কিপার ব্যাটসম্যানকে। কিছুদিন আগে ওডিয়াইতে সুযোগ পেলেও নিজেকে তেমন ভাবে প্রমাণ করতে পারেনি বিজয়।
বিজয় এখন পর্যন্ত ৩৭ ওডিয়াই ম্যাচ খেলে ৩৪ ইনিংস ব্যাটিং করে ৩০.৫৩ এভারেজ ৭০.৯ স্টাইক রেট মোট ১৪৬৪ করেন। তার ওডিয়াই ক্যারিয়ারে সর্বোচ্চ ছিলো ১২০ রান। তার ওডিয়াইতে ৩ টা হাফ সেঞ্চুরি, ৩ টা সেঞ্চুরি, ১০১ টা বাউন্ডারি, ১৯ টা ওভার বাউন্ডারি & ৬ টা ডাক ছিলো।
তার টি-২০ ফরম্যাট ১৩ ইনিংস ব্যাটিং করে ৩২.২৭ এভারেজ ১১৭.৯৪ স্টাইক রেট মোট ৩৫৫ রান করেন। তার ক্যারিয়ার সর্বোচ্চ ছিলো ৫৮ রান, ১ টা হাফ সেঞ্চুরি, ৩৮ টা বাউন্ডারি, ১২ টা ওভার বাউন্ডারি, ২ ম্যাচ নট আউট & ১ ম্যাচে ডাক রয়েছেন।
বিপিএল এর আগে ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বিজয়। হয়তো বিপিএল ভালো কিছুর আশায় ছিলো বিজয়। কিন্তু বিপিএল পুরোপুরি ফ্লপ কাটিয়েছেন বিজয়, শুধু বিপিএল না ঢাকা প্রিমিয়ার লিগেও নিজেকে চিনাতে পারেন নি বিজয়। ফর্ম অনুযায়ী টি-২০ ফরম্যাট সে ২/১ টা সুযোগ ডিজার্ভ করে।
যাইহোক, আশা করি সামনের লিগ গুলোতে বিজয় ভালো খেলে দলে জায়গা করে নিবে। আশা করি আমরা আবার ২০১২ সালের বিজয়কে দেখতে পাবো। শুভকামনা রইলো এনামুল হক বিজয়ের জন্য।
[লেখাটি ফেসবুক থেকে সংগ্রহিত]
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন